সেন্ট ভিনসেন্ট: বাংলাদেশের বিরুদ্ধে ডাকওয়ার্থ লুইস নিয়মে আট রানের ব্যবধানে জয়, আর তাতেই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে আফগানিস্তান (AFG vs BAN)। আফগানদের জয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ থেকে বিদায় সুনিশ্চিত হয়ে যায়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড় উঠে। নিশানা করা হয় অস্ট্রেলিয়ার টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক প্যাট কামিন্সকেও (Pat Cummins)। 


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আইপিএলের মহারণ আয়োজিত হয়েছিল। সেইসময়ই প্যাট কামিন্সকে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বাছাইয়ের জন্য বলা হয়েছিল। কামিন্স জবাব দিয়েছিলেন, 'অবশ্যই অস্ট্রেলিয়া। বাকি তিনজন যে কেউ হতে পারে।' সেই সাক্ষাৎকারে কামিন্সের কথা টেনে এনেই অজ়ি তারকাকে খোঁচা দিয়ে নাজিবুল্লা জাদরান (Najibullah Zadran) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। পোস্টের শেষে কামিন্সের উত্তরের পরে শুধু যুক্ত হয় কয়েকটা হাসির ইমোজি। 


 






 


পরপর দুই টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর তাঁদের বিদায় নেওয়ায় যে ভারতীয়রা বেশ খানিকটা স্বস্তি পেয়েছেন, সেটাও কিন্তু একাধিক মিমের মাধ্যমে সহজেই বোঝা যায়।


 



 



 



 






 






প্যাট কামিন্সকে ট্রোল করে এক ফুড ডেলিভ্যারি অ্যাপের সোশ্যাল মিডিয়ায় থেকেও পোস্ট করা হয়। তবে তাতে অনেকেই অবশ্য ক্ষুব্ধ হয়েছেন। করোনাকালে কামিন্সের ভারতের জন্য দেওয়া অনুদানের কথা মনে করিয়ে দেন অনেকে। আবার অনেকে কামিন্সের সাফল্যের খতিয়ান দিয়েও তাঁর পাশে দাঁড়ান।




 



 



 






 


সমালোচনার মুখে পড়ে সেই ফুড ডেলিভ্যারি অ্যাপ অবশ্য পরে সেই পোস্টটি ডিলিট করে দেয়। মোটের উপর আফগানিস্তানের জয়, অস্ট্রেলিয়ার ছিটকে যাওয়া এবং টি-২০ বিশ্বকাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে যে নেটিজেনরা মজেছেন, তা বলাই বাহুল্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়ে শেষ ওয়ার্নারের আন্তর্জাতিক কেরিয়ার, ডেভিডকে কুর্নিশ পন্টিংয়ের