নয়াদিল্লি: বিশ্বকাপ জয়ের পরই রোহিত শর্মা (Rohit Sharma) বার্বাডোজের পিচে বসে সেই পিচের মাটি চেখে দেখেছিলেন। ক্রিকেট কেন শুধু, ক্রীড়াজগতের অন্য়তম সেরা সেলিব্রেশনগুলোর মধ্য়ে এটিও জায়গা করে নিয়েছে। সোশ্য়াল মিডিয়াতে আগের বছর অজিদের সেলিব্রেশনের ছবি, ট্রফির ওপর পা রেখে জয় উদযাপনের ছবির সঙ্গে তুলনা টানা হয়েছে। অনেকেই বলছেন যে, ভারতীয় সংস্কৃতিই এমন যে যেই মাটিতে বিশ্বজয়, সেই মাটির স্বাদ চেখে দেখলেন ভারত অধিনায়ক। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশ্নের সামনে রোহিত শর্মা।
বৃহস্পতিবার দেশে ফেরার পরই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিল গোটা দল। সেখানেই নরেন্দ্র মোদি রোহিতকে প্রশ্ন ছুড়ে দেন যে, ''বার্বাডোজের মাটির স্বাদ কেমন ছিল?'' রোহিতকে দেখা যায় মুচকি হাসতে। আসলে আগেই রোহিত একবার জানিয়েছিলেন যে সেদিন আবেগপ্রবণ হয়েই হঠাৎই এমনটা করেছিলেন তিনি। ভারত অধিনায়ক বলেছিলেন, ''কােনও কিছুই আগে থেকে ঠিক ছিল না। এই মাটিতেই বিশ্বজয় করেছি। এই মাটি, এই পিচ আমি কোনওদিন ভুলব না। তাই পিচের কিছুটা অংশ নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছিলাম।''
বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীকে প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে কথা বলার ভিডিও দেখা যাচ্ছে। সেখানে বিরাটকে নাকি প্রশ্ন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যে ফাইনালে মাঠে নামার সময় মাথায় তার কী চলছিল? প্রধানমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েছিলেন সূর্যকুমার যাদবও।
এদিন সকালে দিল্লি পৌঁছানোর পর বেলা ১১টার দিকে ৭,লোক কল্যাণ মার্গ, অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছয় টিম ইন্ডিয়ার তারকারা। অধিনায়ক রোহিত, কোচ রাহুল, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, ভারতীয় তারকাদের সকলকেই একে একে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায়।কোহলি, রোহিতরা প্রায় ঘণ্টা দু'য়েক প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদি এবং তারকা ক্রিকেটাররা সকলেই এই সাক্ষাৎ উপভোগ করেছেন, তা তাঁদের হাসিমুখ দেখলেই বোঝা যায়।
২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনি প্রথমবার টি-টােয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন ভারত অধিনায়ক হিসেবে। তাঁরই সঙ্গে একই সারিতে নাম লিখিয়েছেন রোহিত শর্মা। উল্লেখ্য, খেতাব জয়ের পরই টি-টােয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট ও রােহিত।