মেলবোর্ন: ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই এবং মাঠ ও মাঠের বাইরে তর্কাতর্কি, খোঁচা, আরও কত কী। চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতেও এই উত্তাপের ঝাঁঝ দেখা গিয়েছে। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শেষদিনে এমন এক ঘটনা ঘটে, যা প্রবল সমালোচনা ও বিতর্ক তৈরি করে।
মেলবোর্নে শেষদিনে ঋষভ পন্থকে আউট করে ট্র্যাভিস হেড এক আজবভাবে সেলিব্রেশন করেন। তিনি এক হাত গোল করে আরেক হাতের আঙুল দিয়ে এক সেলিব্রেশন করেন, যা ধারাভাষ্যকার ও সমর্থক, সকলকেই বিস্মিত করে দেয়। যদি হেডের সেলিব্রেশন বরফে আঙুল চুবানোকেই ইঙ্গিত করেছিল বলে জানান অজ়ি অধিনায়ক প্যাট কামিন্স। তবে তাতে বিতর্ক থামছে না। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন নভজ্যোৎ সিংহ সিধু।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের দাবি হেডের ওই ইঙ্গিত ১৫০ কোটি ভারতবাসীকে অপমান করেছে। সিধু নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'মেলবোর্ন টেস্টে ট্র্যাভিস হেডের আজব আচরণ জেন্টলম্যানসের খেলার জন্য একেবারেই ভাল উদাহরণ নয়। বাচ্চা, মহিলা, অল্পবয়সীরা যেখানে এই খেলা দেখছে, সেখানে এর থেকে খারাপ আচরণের উদাহরণ আর হতে পারে না। এটা শুধু কোনও ব্যক্তি নয়, ১৫০ কোটির গোটা দেশটাকে অপমান করেছে। এই ঘটনার জন্য ওকে এমন কড়া শাস্তি দেওয়ার প্রয়োজন যা পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে।'
গোটা ঘটনায় এখনও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে কোনও কিছু জানানো হয়নি। আদৌ হেড শাস্তি পান কি না, এখন সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দলের পরাজয়ে ছোটদের দিকে আঙুল তুলে সমালোচনার শিকার ভারতীয় অধিনায়ক রোহিত