নয়াদিল্লি: ডায়মন্ড লিগের ফাইনালে জায়গা করে নিলেন নীরজ চোপড়া। চলতি মাসের শেষের দিকে ২৭ ও ২৮ আগস্ট স্যুইৎজারল্যান্ডের জুরিখে বসতে চলেছে ডায়মন্ড লিগের আসর। ইয়ান জেলেজনির তত্ত্বাবধানে এই মুহূর্তে কোচিং সারছেন নীরজ। শেষবার নীরজ চোপড়া ক্লাসিকে খেলতে নেমেছিলেন নীরজ চোপড়া। দোহায় নীরজ নিজের সেরা পারফরম্য়ান্স করেছিলেন। স্যুইৎজারল্য়ান্ডে নীরজ ছাড়াও যাঁদের ফাইনালের মঞ্চে খেলতে দে্খা যাবে তাঁরা হলেন জুলিয়ান ওয়েবার, কেশর্ন ওয়ালকটের মত তারকারা।
জুনে প্যারিস ডায়মন্ড লিগে ৮৮.১৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। দোহায় ৯০.২৩ মিটার দূরত্বে অতিক্রম করেছিলেন। ১৩-২১ সেপ্টেম্বর টোকিওতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে খেলতে নামবেন নীরজ। নীরজের ঝুলিতে রয়েছে মোট ১৫ পয়েন্ট, দুটি ডায়মন্ড লিগ মিটিং থেকে, একটিতে খেতাব জিতেছিলেন, আর একটিতে শেষ করেছিলেন দ্বিতীয় স্থানে। তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। তাঁর আগের দুটো স্থানে আছেন যথাক্রমে ওয়ালকট ১৭ পয়েন্ট নিয়ে। জুলিয়ান ওয়েবার ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন।
ডায়মন্ড লিগের ফাইনালেও রেকর্ড গড়ার হাতছানি রয়েছে নীরজ চোপড়ার। নতুন কোচের অধীনে প্রশিক্ষণ নেওয়ার পর থেকেই টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার জানিয়েছিলেন যে কোচের রেকর্ডই ভাঙতে চান তিনি। উল্লেখ্য, ১৯৯৬ সালে জেলেজনি ৯৮.৪৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। যা এখনও পর্যন্ত পুরুষদের জ্যাভলিনে রেকর্ড হয়ে রয়েছে। নীরজ তাঁর কেরিয়ারে প্রথমবার নব্বই মিটারের মার্ক ছুঁয়েছিলেন দোহা ডায়মন্ড লিগে নেমে। নীরজ অলিম্পিক্স.কমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ''আমার এদিন লক্ষ্য ছিল ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করার। কিন্তু আমার গতি অনেক বেশি ছিল। যা আমি কন্ট্রোল করতে পারিনি শেষ মুহূর্তে। তবে নিজের পারফরম্য়ান্সে আমি বেশ খুশি। অনেক দিন পর প্যারিস ডায়মন্ড লিগে ফের সোনা জিততে পারলাম।" এরপরই নীরজ বলেছিলেন, ''আমি জ্যানের অধীনে কোচিং করছি। আমাকে ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। জ্যান নিজে ৯০ মিটারের বেশি মার্ক প্রায় ৫২ বার অতিক্রম করেছেন। আমার এখন একটাই লক্ষ্য যে নব্বই মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে চাই। অন্তত ৯৫ মিটার দূরত্ব অতিক্রম করতে চাই অবশ্য়ই।''
নীরজ টোকিও অলিম্পিক্সে সোনা জিতলেও প্যারিস অলিম্পিক্সে সোনা ধরে রাখতে পারেননি। তিনি দ্বিতীয় স্থানে থেকে শেষ করেন। আর্শাদ নাদিম সোনা জেতেন।