মুম্বই: চলতি বছরের শুরুতেই খবর ছড়িয়েছিল যে তিনি ক্যান্সার আক্রান্ত। লন্ডনে চিকিৎসা চলছে তাঁর এই মুহূর্তে। কিন্তু মারণরোগের চিকিৎসার জন্য বিরাট অর্থের প্রয়োজন। কে জোটাবে এই অর্থের জোগান? টি-টােয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য সম্প্রতি বোর্ডের তরফ থেকে ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্য়াল মিডিয়ায় বিসিসিআইয়ের (BCCI) কাছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অংশুমান গায়কোয়াডের চিকিৎসার জন্য খরচ যাতে বিসিসিআই বহন করে সেই আর্জি জানানো হয়েছে। অনেকেরই একটাই বক্তব্য যে বোর্ড যদি ১২৫ কোটি টাকা পুরস্কারমূল্য ঘোষণা করতে পারে, তবে তাঁরা নিশ্চই চিকিৎসার ভার নিতেও পিছিয়ে যাবেন না। আবার অনেকের বক্তব্য যে ১২৫ কোটি অর্থ পুরস্কারের মধ্যে থেকেই কিছুটা যদি প্রাক্তন ক্রিকেটারের চিকিৎসার খরচ বাবদ দেওয়া হয়। উল্লেখ্য, দেশের হয়ে ৪০ টেস্ট ও ১৫টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন অংশুমান।


 






 


 






 






উল্লেখ্য, ১৩ বছর পর বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। ২০১১ সালে শেষবার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। এরপর ২০২৪ সালে গত শনিবার রােহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। দলের এই সাফল্যের জন্য বোর্ডের তরফ থেকে বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। যার পরিমাণ জানানো হয়েছে প্রায় ১২৫ কোটি টাকা। 


এদিকে, সোমবারই বার্বাডোজ থেকে চাটার্ড বিমানে করে টিম ইন্ডিয়ার ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু বেরিলের জেরে তা সম্ভব হয়নি। বার্বাডোজ বিমানবন্দরই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দলকে দ্রুত দেশে ফেরাতে তৎপর বিসিসিআই। গোটা দলের মতো বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকায় জয় শাহও বার্বাডোজেই টিম হোটেলে আটকে রয়েছেন। বর্তমান যা পরিস্থিতি তা নিয়ে বোর্ড সচিব জয় শাহ বলছেন, ''বাকি সকলের মতো আমরাও তো এখানে আটকে রয়েছি। সবার প্রথমে আমাদের আগে কীভাবে ক্রিকেটার এবং বাকি সকলকে এখানে থেকে নিরাপদভাবে বের করা যায় সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে। তারপর ভারতে নামলে কীভাবে জয় উদযাপন করব, সেই বিষয়টা নিয়ে না হয় ভাবা যাবে।''