নয়াদিল্লি: এক ওভারে বাকি ১৬ রান। ২২ গজে দীর্ঘক্ষণ উপস্থিত ডেভিড মিলারের ব্যাট থেকে বেরিয়ে এল দুরন্ত এক শট। ভারতীয় সমর্থকদের চোখেমুখে উদ্বেগ। বল যাচ্ছে বাউন্ডারি পার। নিজের ম্যাচ শেষ করার দক্ষতার জন্য বিখ্যাত ডেভিড মিলার কি টিম ইন্ডিয়ার থেকে ছিনিয়ে নিয়ে যাবেন বিশ্বকাপ (T20 World Cup 2024)! ঠিক সেই সময়ই বাজপাখির মতো ছোঁ মেরে বাউন্ডারি লাইনে অনবদ্যভাবে বল তালুবন্দি করে নিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আউট হলেন মিলার। রেস্ট ইজ় হিস্টি!


সূর্যকুমারের ওই সময়ে প্রবল চাপের মুখে ওই ক্যাচ দেখে সকলে হা। সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেই প্রশংসায় পঞ্চমুখ। ওই মুহূর্তে ওইরকম এক ক্যাচ নেওয়ার সময় ঠিক কী ভাবছিলেন সূর্য? নিজের মুখেই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। ঠিক সেই মুহূর্তে নিজের মানসিকতা ব্যক্ত করতে গিয়ে সূর্যকুমার বলেন, 'আমি সত্যিই জানি না সেই সময় আমি কী ভাবছিলাম। আমার শুধু মনে হচ্ছিল বিশ্বকাপ আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং নিজের সর্বস্বটা দিয়ে ওটা তালুবন্দি করার চেষ্টা করি।' ওই ক্যাচের জন্যই ফাইনালে ভারতীয় দলের তরফে সূর্যকুমারকে সেরা ফিল্ডারের মেডেল দেওয়া হয়। টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপ কিন্তু এতে অবশ্য খুব একটা অবাক নন। বরং তিনি সূর্যর বিচক্ষণতর প্রশংসা করেন।


 






তিনি বলেন, 'সূর্যর ক্যাচের বিষয়ে বলতে গেলে বলব, ও কিন্তু অনুশীলনে না হলেও এমন ৫০টা ক্যাচ ধরেছে। তবে ম্যাচে ওরম পরিস্থিতিতে যখন ক্যাচ আছে, সেক্ষেত্রে ওর বিচারবুদ্ধি, বাউন্ডার লাইন কোথায় রয়েছে, তা বোঝার বিচক্ষণতা, তারপর বল হাওয়া ছুড়ে দিয়ে বাউন্ডারির ভিতরে এসে ক্যাচ ধরার আত্মবিশ্বাসটা বাহবা পাওয়ার যোগ্য। ওই মুহূর্তে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে গোটাটা করতে হয়েছে ওকে।'  


সূর্য ওই সময় ক্যাচটি মিস করলে, যে ফলাফল অন্যরকম হতে পারত, তা বলার প্রয়োজন নেই। তাই টিম ইন্ডিয়ার বিশ্বজয়ের সঙ্গে সঙ্গে সূর্যর ওই ক্যাচটি ভারতীয় জনগণের স্মৃতিতে চিরস্থায়ী হয়েই থাকবে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: অবিস্মরণীয় 'ফেয়ার-ওয়াল', বিশ্বজয়ের পর বিদায়ী ভাষণে আবেগঘন রাহুল দ্রাবিড়