নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে হতাশাজনক হারের পর নিউজ়িল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন টিম সাউদি। দলের অধিনায়কত্বের দায়িত্ব পান টম ল্যাথাম (Tom Latham)। পাকাপাকিভাবে অধিনায়ক হওয়ার পরই ল্যাথামের সামনে বিরাট চ্যালেঞ্জ। সামনেই ভারত সফর (IND vs NZ) যে। তিন ম্য়াচের টেস্ট সিরিজ়ে নিজের দল ভয়ডরহীন ক্রিকেট খেলুক, এমনটাই আশা করছেন ল্যাথাম।


ঐতিহাসিকভাবে ভারতের মাটিতে নিউজ়িল্যান্ডের টেস্টে রেকর্ড বরাবরই ভীষণ হতাশাজনক। ভারতে ৩৬টি টেস্টে মাত্র দুইটিতে জয় পেয়েছে ব্ল্যাকক্যাপসরা। সময় বদলালেও বদলয়ানি ছবিটা। ভারতীয় উপমহাদেশে কিউয়িরা যে এখনও বেশ খানিকটা দুর্বল, তা দ্বীপরাষ্ট্রের সিরিজ়ই প্রমাণ করে দিয়েছে। ভারতের মাটিতে আসন্ন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে রয়েছেন ল্যাথাম।


তিনি বলেন, 'আমি চাই এতদিন পর্যন্ত আমরা যা করে এসেছি, সেটাই যেন আমরা আগে এগিয়ে নিয়ে যাই এবং হ্যাঁ, তাতে খানিকটা নিজস্বতাও থাকবে বটে। ভারতের সফর করার চ্যালেঞ্জটা বেশ আকর্ষক। আশা করছি ওখানে আমরা স্বাধীনভাবে নিজেদের ক্রিকেটটা খেলতে পারব। অকুতোভয় ক্রিকেটে ওদের হারাতে পারব। সেটা করতে পারলে আমাদের কিন্তু জয়ের একটা ভাল সুযোগ তৈরি হবে বলে মনে করি।'


ভারতের মাটিতে সাফল্যের জন্য আগ্রাসনটাই প্রয়োজনীয়, মত ল্যাথামের। 'অতীতে যারা ওদের বিরুদ্ধে সাফল্য পেয়েছেন তারা মনে হয় সকলেই আগ্রাসী ছন্দেই ব্যাটিং করেছেন। চুপচাপ বসে কিছু হবে হবে ভাবলে কিছুই হবে না। ব্যাট হাতে আগ্রাসী মেজাজে যারা খেলে ওদের চাপে ফেলেছে তারাই সাফল্য পেয়েছে। এটাই তো প্রয়োজনীয়। ওখানে গিয়ে আমরা নিজেদের খেলার ধরন, পরিকল্পনা তৈরি করব। তবে হ্যাঁ, সকলেরই নিজস্ব তো একটা পরিকল্পনা রয়েইছে, যে তারা কেমন খেলতে চান। আশা করছি, তেমনভাবেই খেলতে পারব।' বলেন ব্ল্যাককাপস অধিনায়ক। 


তবে এই সিরিজ় শুরুর আগে কিউয়িদের উদ্বেগ বাড়িয়েছেন কেন উইলিয়ামসন।গত মাসে শ্রীলঙ্কা সফরের শেষ টেস্ট ম্যাচে ইনিংস এবং ১৫৪ রানের লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয় নিউজ়ল্যান্ডকে। সেই ম্যাচে চোটের কবলে পড়েন দলের সবথেকে অভিজ্ঞ ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক কেন। কুঁচকিতে চোট লাগে তাঁর। সেই কারণে ভারতীয় সফরের পুরোটায় তাঁকে পাবে না নিউজ়িল্যান্ড। ১৬ অক্টোবর থেকে ভারত বনাম নিউজ়িল্যান্ডের টেস্ট সিরিজ় শুরু হচ্ছে। তবে প্রথম ম্যাচের আগে উইলিয়ামসনকে নিজের দেশে থেকেই রিহ্যাব সারার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিতকে পাবে না ভারতীয় দল? ভাগ্য খুলবে বাংলার ক্রিকেটারের?