মুম্বই: ঘরের মাঠে বাংলাদেশকে টেস্টে দুরমুশ করেছে দল। সামনেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়। তারপর বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফর। দুই শক্তিধর দেশের হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। তবে সেই সিরিজ়ের শুরুতে হয়তো খেলবেন না রোহিত শর্মা (Rohit Sharma)।


একাধিক রিপোর্ট অনুযায়ী ২২ নভেম্বর থেকে পারথে শুরু হতে চলা বর্ডার গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্ট ম্যাচে রোহিত খেলবেন না। তিনি নাকি ইতিমধ্যেই দলের নির্বাচকদের এই বিষয়টি প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছেন। কী কারণে রোহিত অজ়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন না? শোনা যাচ্ছে ভারতীয় অধিনায়কের কিছু ব্যক্তিগত কাজ আছে। সেই কাজ না মিটলে এই ম্যাচে নাকি খেলতে পারবেন না বলে জানিয়েছেন রোহিত। তবে সরকারিভাবে ভারতীয় বোর্ডকে এখনও এই বিষয়ে অবশ্য তিনি কিছু বলেননি বলে দাবি করা হচ্ছে।


৩৭ বছর বয়সি রোহিত আপাতত বিরতিতে রয়েছেন। ভারতীয় অধিনায়ক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন। তাই বর্তমানে ভারত বনাম বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি ছুটিতে। তবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে তাঁকে আবার দেখা যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে কিন্তু অধিনায়ক রোহিতের পাশাপাশি ব্যাটার রোহিতের ওপরও অনেক দায়িত্ব থাকবে। রোহিত এখনও পর্যন্ত অজিভূমে সাতটি টেস্টে খেলে মোট ৪০৮ রান করেছেন। তিনটি অর্ধশতরান করেছেন তিনি। রোহিত নিশ্চয়ই নিজের ব্যক্তিগত রেকর্ড উন্নত করার জন্য বদ্ধপরিকর হবেন।


রোহিতের ভাল পারফরম্যান্স কিন্তু অজিভূমে টিম ইন্ডিয়ার জয়ের হ্যাটট্রিক করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তবে রোহিত না খেললে কে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করবেন? ভারতীয় অধিনায়কের বদলে সেক্ষেত্রে ওপেনার হিসাবে দুরন্ত ছন্দে থাকা অভিমন্যু ঈশ্বরণ জাতীয় দলে ডাক পেতে পারেন। বাংলার তারকা ক্রিকেটার ইরানি ট্রফিতে ১৯১ রানের ইনিংস খেলেছিলেন। সাম্প্রতিক সময়ে একাধিক বড় ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। ২৯ বছর বয়সি ঈশ্বরণ এর আগেও একাধিকবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তবে অভিষেক ঘটানোর সুযোগ আসেনি। অবশেষে তিনি রোহিতের অনুপস্থিতিতে জাতীয় দলে অভিষেক ঘটানোর সুযোগ পান কি না, সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সুইমিং পুলে ডুবে প্রাক্তন প্রিমিয়ার লিগ তারকার আকস্মিক মৃত্যু