দুবাই: দুই দেশের কেউই এর আগে বিশ্বজয়ের স্বাদ পায়নি। দুই দেশের পুরুষ দলই বিশ্বকাপের মঞ্চে বারংবার হতাশ হয়েই মাঠ ছেড়েছেন। সেই দুই দেশের মহিলা দল রবিবাসরীয় সন্ধেতে বিশ্বজয়ের স্বাদ আস্বাদনের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল। সেই ফাইনালে শেষে ট্রফি উঠল সোফি ডোভাইনদের হাতে আর হতাশায় ভেঙে পড়লেন লরা উলভার্টরা। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women's T20 World Cup) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানের বড় ব্যবধানে পরাজিত করল নিউজ়িল্যান্ড (SA vs NZ)।   


কিউয়িদের হয়ে ম্যাচের নায়ক অ্যামেলিয়া কের। ব্যাটে , বলে অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সে দলকে ম্যাচ জেতান তিনি। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৪৩ রান করার পাশাপাশি বল হাতে ২৩ রানের বিনিময়ে তিনটি উইকেটও নেন তিনি। তাঁর সুবাদেই এই প্রথমবার বিশের বিশ্বকাপ উঠল নিউজ়িল্যান্ডের হাতে। 


 






টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজ়িল্যান্ড। আজকের ম্যাচে মাঠে নেমেই মহিলাদের ক্রিকেটে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার হয়ে যান সুজ়ি বেটস। তিনি ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। কিউয়িরা নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে। কিন্তু অ্যামেলিয়া গোটা ইনিংস নিয়ন্ত্রণ করেন। অপরদিকে, ব্রুক হ্যালিডে আগ্রাসী ৩৮ রানের ইনিংস খেলেন। ম্যাডি গ্রিন শেষবেলায় ছয় বলে ১২ রানের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে কিউয়িদের ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫৮ রান তুলতে সাহায্য করেন।


জবাবে কিউয়ি ওপেনাররা দ্রুত গতিতে দুরন্ত ভঙ্গিমায় ব্যাটিং করা শুরু করেন। তবে অ্যামেলিয়ার জোড়া উইকেটের ওভার ম্যাচের ভাগ্য বদলায়। লরা উলভার্টকে ৩৩ ও অ্যানিকে বশকে নয় রানে ফেরান তিনি। অ্যামেলিয়ার পাশাপাশি রোজমেরিও কিউয়িদের হয়ে তিনটি উইকেট নেন। এর ফলে প্রয়োজনীয় রানের পরিমাণ বাড়তেই থাকে। শেষমেশ নয় উইকেটের বিনিময়ে ১২৬ রানের বেশি আর এগোতে পারেনি দক্ষিণ আফ্রিকান দল। প্রোটিয়াদের হয়ে অধিনায়ক লরা বাদে আর কেউ তেমন রানই পাননি। ফলে খেতাব খোয়াতে হয় তাঁদের। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ম্যাচের নায়ক বিশাল, এক দশকেরও বেশি সময় পর বিনু মাঁকড় ট্রফির শেষ চারে বাংলা