মুম্বই: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই শুভমন গিল ঘাড় ও কাঁধের ব্যথা অনুভব করায় ম্যাচে মাঠে নামতে পারেননি। তাঁর বদলে সুযোগ পান সরফরাজ খান (Sarfaraz Khan)। আর সেই বেঙ্গালুরুতে নিজের কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন সরফরাজ খান। তাও আবার ভারতীয় দল যখন পাহাড়প্রমাণ লিডের চাপে। সরফরাজের এই সাফল্যে কিন্তু ঋষভ পন্থেরও (Rishabh Pant) খানিক ভূমিকা আছে, অন্তত সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কথা শুনে এমনটাই মনে হচ্ছে।


প্রথম টেস্টে সরফরাজ খেললেন ১৫০ রানের চোখধাঁধানো আগ্রাসী ইনিংস। ঘরোয়া ক্রিকেটে গুচ্ছ গুচ্ছ রান করে জাতীয় দলে সুযোগ পেলেও, অনেকেই সরফরাজের ফিটনেস নিয়ে অনেকেই উদ্বেগ দেখান। কারণ তাঁর স্থূলকায় শারীরিক গঠন। তবে সেই ফিটনেসে উন্নতি ঘটাতে সচেষ্ট সরফরাজের সহয়তায় এগিয়ে এসেছেন ঋষভ পন্থ। সরফরাজের মুম্বই দলের সতীর্থ সূর্যকুমার জানান তিনি নাকি বর্তমানে এক শেফের সঙ্গে কাজ করছেন যার খোঁজ তাঁকে পন্থ দিয়েছেন।


সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, 'ভারতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচের সঙ্গে ফিটনেসের উন্নতি ঘটাতে কাজ করছে সরফরাজ খান। আর ঋষভ ওকে এক শেফের খোঁজ দিয়েছে যে ওর খাবার দাওয়ারের দিকটা দেখছেন। বর্ডার-গাওস্কর ট্রফির জন্য অস্ট্রেলিয়ায় পৌঁছে যেন ওর শরীর এর থেকে বেশি ফিট থাকে, এটাই লক্ষ্য। এই খেলায় ফিটনেস তো প্রয়োজনীয়। বয়স বাড়লে শরীরের গঠনও বদলাবে। সেই কথা মাথায় রেখেই ও খাটছে এবং আশা করি ভবিষ্যতে কোনও সমস্যা হবে না ওর।'


তবে সরফরাজ ফিটনেস নিয়ে কাজ করলেও, তাঁর ম্যাচ ফিটনেস যে কোনও অংশে কম নয়, সে কথাও স্পষ্ট করে দেন সূর্য। 'ওর শারীরিক গঠন দেখে ওকে মোটা বলে মনে হতে পারে। তবে ওকে ৪৫০ বল খেলতে বলুন, দুইশো, তিনশো, বড় বড় সেঞ্চুরি করতে বলুন, ওর তাতে কোনও সমস্যা হবে না। আমার মতে দলেরও এমন একজনকে প্রয়োজন যে বড় বড় সেঞ্চুরি করবে।' জানান সরফরাজের রঞ্জি দলের সতীর্থ।


সূর্যর কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরফরাজ ম্যাচের দিনও কোনও অনুশীলন সেশন বাতিল করেন না। তাঁর এই আপডেট যে সরফরাজের ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের জবাব দেবে, তা বলাই বাহুল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতে খেলবেন মহম্মদ শামি? বাড়ছে আশা