প্রথম: কিউয়িদের (New Zealand) বিরুদ্ধে ফের হার ভারতের। এবার ওয়ান ডে ফর্ম্য়াটে। দ্বিতীয় ওয়ান ডে (One Day International) ম্য়াচে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে ৭৬ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল (New Zealand)। তিন ম্য়াচের সিরিজে ১-১ ফল এই মুহূর্তে। আগামী ২৯ অক্টোবর মঙ্গলবার সিরিজের নির্ণায়ক ম্য়াচে ২ দল মুখোমুখি হবে।


ম্য়াচে টস জিতেছিলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সোফি ডিভাইন। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক। সুজি বেটস ও প্লিমার দুই ওপেনার মিলে বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন। সুজি বেটস ৭০ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। ৮টি বাউন্ডারি হাঁকান তিনি। নিউজিল্যান্ড দলে ব্য়াটিং লাইন আপকে নেতৃত্ব দেন ক্যাপ্টেন সোফি ডিভাইন। তিনি ৮৬ বলে ৭৯ রানের ইনিংস খেলেছিলেন। নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া তাঁকে যোগ্য সঙ্গে দেন ম্য়াডি গ্রিন। তিনি ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। কিউয়িরা বোর্ডে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান বোর্ডে তুলে নেয়। রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারতীয় মহিলা ক্রিকেট দল। স্মৃতি মন্ধানা খাতাই খুলতে পারেননি। অন্য়দিকে শেফালি ভার্মা ১১ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন।


হরমনপ্রীত কৌর ২৪ রানের ইনিংস খেলেন। ইয়াস্তিকা ১২ রান করেন। মিডল অর্ডারে কোনও ব্যাটারই সেভাবে রান করতে পারেননি। লোয়ার অর্ডারে রাধা যাদব একটা চেষ্টা করেছিলেন। ৬৪ বলে ৪৮ রানের ইনিংস খেলেন তিনি। সিমা টাকোর ২৯ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৪৭.১ ওভারে ১৮৩ রানে অল আউট হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল।


নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হেরেছে রোহিত বাহিনী। পুণেতে হারের পর দলের ব্যাটারদের দিকেই আঙুল তুলেছেন স্বয়ং রোহিত। নিজেও ব্যাট হাতে ২ ম্য়াচের চার ইনিংসে একেবারেই পারফর্ম করতে পারেননি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতকে বলতে শোনা যায়, 'এমটা হবে, তা একেবারেই ভাবিনি। নিউজ়িল্যান্ডকেও বাহবা দিতেই হবে। ওরা আমাদের থেকে ভাল ক্রিকেট খেলেছে। আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হয়েছি। ব্যাট হাতে বোর্ডে রান তুলতে পারিনি আমরা। ২০টি উইকেট জিততে গেলে নেওয়া প্রয়োজনীয় অবশ্যই, তবে ব্যাটারদেরও তো রান করতে হবে। ওদের ২৫০ রানে রুখতে পারাটা বড় ব্যাপার ছিল। কিন্তু আমরা জানতাম যে আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে।'