নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে হঠাৎই অবসর নেওয়ার ধুম। গত মাসেই টেস্ট থেকে অবসর ঘোষণা করেছিলেন দুই ভারতীয় মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। তারপরে সকলকে খানিক চমকে দিয়েই ৩৩ বছর বয়সে অবসর নিয়েছিলেন হেনরিখ ক্লাসেন। সেই তালিকায় গ্লেন ম্যাক্সওয়েলের নামও যুক্ত হয়। এবার তালিকায় নয়া সংযোজন নিকোলাস পুরান (Nicholas Pooran)। মাত্র ২৯ বছর বয়সে অবসর ঘোষণা করলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক পুরান।

তরুণ পুরান বরাবরই তাঁর দুরন্ত প্রতিভার জন্য টিনএজ থেকেই চর্চায় ছিলেন। ২০১৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তার দুই বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার জাতীয় দলের হয়ে মাঠে নামেন পুরান। তারপর থেকে পুরান ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হয়ে সর্বাধিক ১০৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৩৬.৩৯ স্ট্রাইক রেটে করেছেন সর্বাধিক ২২৭৫ রান। ওয়ান ডে ক্রিকেটেও তাঁর রেকর্ড একেবারেই মন্দ নয়। ৩৯.৬৬ গড় ও ৯৯.১৫ স্ট্রাইক রেটে পুরান ১৯৮৩ রান করেছেন আন্তর্জাতিক ৫০ ওভারের ফর্ম্যাটে। 

দলের অন্যতম নেতাদের মধ্যে পুরানকে কল্পনা করা হত। ২০২২ সালে তিনি সাদা বলের ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়কও নির্বাচিত হন। তবে ছয় মাস পরে পুরান সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তবে গত বছর ডিসেম্বরের পর থেকে পুরান আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তিনি দিনকয়েক আগেই ওয়েস্ট ইন্ডিজ়ের ইংল্য়ান্ড সফরের জন্য তাঁকে নির্বাচিত না করার অনুরোধ করেছিলেন। এরপরেই তিনি মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান। 

এই বিষয়ে কথা বলতে গিয়ে পুরান জানান, এই সিদ্ধান্ত নেওয়াটা তাঁর জন্য বেশ কঠিন ছিল তবে তিনি অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তিনি লেখেন, 'ক্রিকেটপ্রেমীদের আমি জানাতে চাই যে অনেক ভাবনাচিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। মেরুন জার্সি পরে মাঠে নামা, অ্যান্থমটা শোনা এবং দলের জন্য প্রতিটি ম্যাচে নিজের সর্বস্বটা দেওয়া, এই অনুভূতিটা আমি ভাষায় ব্যক্ত করতে পারব না। আমার খারাপ সময়ে পাশে থাকার জন্য এবং ভাল সময়ে আমার সঙ্গে সেলিব্রেট করার জন্য সমর্থকদের অনেক ধন্যবাদ। আমার এই আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায়টা শেষ হয়েছে বটে, তবে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটের প্রতি আমার ভালবাসাটা কোনওদিনই কমবে না।'

 

তাঁকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়। তাঁরা বিবৃতিতে লেখে, 'আমরা ওঁর কৃতিত্বকে কুর্নিশ জানাই এবং এই অঞ্চল তথা গোটা বিশ্বের সমর্থকদের ওঁ যে আনন্দ দিয়েছে তার জন্য ওঁকে অনেক ধন্যবাদ। ওঁর পরবর্তী সফরের জন্য ওঁকে অনেক শুভেচ্ছা।'