ম্যাঞ্চেস্টার: একেই সিরিজ়ে পিছিয়ে, তার উপর চোটের ফাঁড়া যেন কাটছেই। টিম ইন্ডিয়ার সাজঘর যেন হাসপাতাল। দলের একাধিক ফাস্ট বোলারের ফিটনেস নিয়ে সংশয় তো রয়েইছে। এর মধ্যে খবর অনুযায়ী, নীতীশ কুমার রেড্ডিও (Nitish Kumar Reddy) চোটের কবলে। দলের ফাস্ট বোলিং অলরাউন্ডারের চোট এতটাই গুরুতর যে তিনি আর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের (England vs India Test Series) বাকি দুই ম্যাচে খেলতেই পারবেন না বলে খবর।

ESPNCricinfo-র রিপোর্ট অনুযায়ী রবিবার, ২০ জুলাই অনুশীলনের সময় জিমে নীতীশ কুমার রেড্ডি চোট পান। স্ক্যান করে দেখা যায় তাঁর লিগামেন্টে চোট লেগেছে। সেই চোটের জেরেই বাকি দুই টেস্টে আর নীতীশ নামতে পারবেন না। সফরের প্রথম টেস্টে নীতীশ খেলেননি। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েও তেমন বলার মতো কিছুই করেননি তিনি। তৃতীয় টেস্টে অবশ্য তিনি দুই ইনিংসে ৩০ ও ১৩ রান করেন এবং ম্য়াচে মোট তিনটি উইকেটও নেন। চতুর্থ টেস্টে সুযোগ পেলে তিনি আরও বেশি প্রভাব ফেলতে নিশ্চয়ই চেষ্টা করতেন। তবে সেই সম্ভাবনা আর কার্যত নেই বললেই।

নীতীশের চোটের বিষয়টা এমন একটা সময় সামনে এসেছে যখন অর্শদীপ সিংহের হাতে চোট লেগে সেলাই পড়ার খবর শোনা যাচ্ছে। ভারতীয় দলের বার্মিংহাম টেস্ট জয়ের নায়ক আকাশ দীপ কুঁচকির চোটের জেরে পরবর্তী ম্যাচ খেলতে পারবেন কি না নিশ্চিত নয় এবং বুমরার পাশাপাশি মহম্মদ সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা তার অভাব সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে। ফলে সব মিলিয়ে টিম ইন্ডিয়ার অন্দরমহলের বর্তমান ছবিটা যে খুবটা একটা সুখকর, তেমনটা কিন্তু নয়।

এই সপ্তাহের শুরুর দিকে অর্শদীপ নেটে অনুশীলনের সময় সাই সুদর্শনের এক শট আটকাতে নিজের বোলিং হাত, বাঁ-হাতেই চোট পান। অর্শদীপের হাতে সেলাইও পড়ে। এর আগে সহকারী কোচ রায়ান টেন দুশখাতে পূর্বাভাস দিয়েছিলেন ম্যাঞ্চেস্টারে বাঁ-হাতি ফাস্ট বোলার জাতীয় দলের হয়ে নিজের টেস্ট অভিষেক ঘটাতে পারেন। তারপরেই এই চোট। অন্যদিকে আরেক ফাস্ট বোলার আকাশ দীপের কুঁচকিতে চোটের কারণে তিনি শেষ নেট সেশনে বোলিংও করেননি। 

এর মধ্যে অবশ্য শোনা যাচ্ছে ভারতীয় দলের সঙ্গে অংশুল কম্বোজ যুক্ত হচ্ছেন। কম্বোজ সম্প্রতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। কম্বোজ দিনকয়েক আগেই ভারতীয় 'এ' দলের সঙ্গে ইংল্যান্ডে সফর করেছিলেন। সেখানে দুই ম্য়াচে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ২৪টি ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন। তবে টিম ইন্ডিয়ার তরফে কম্বোজের দলের সঙ্গে সরকারিভাবে যোগ দেওয়ার কোনও খবর এখনও সরকারিভাবে জানানো হয়নি।