নয়াদিল্লি: রাজধানীতে ফের একবার টিম ইন্ডিয়া নিজেদের দাপট দেখিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে (IND vs BAN 2nd T20) ৮৬ রানের বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। নিজের মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলা নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) অনবদ্য হাফসেঞ্চুরিতে সকলেরই নজর কাড়েন। পাশাপাশি এই ইনিংসই তাঁকে বিরাট কোহলি ও যুবরাজ সিংহদের বিশেষ তালিকায় জায়গা করে দিল।
নীতীশ চতুর্থ কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে বিশের ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে হাফসেঞ্চুরি হাঁকান। হাতে গোনা কয়েকজন ভারতীয় ব্যাটারই টি-টোয়েন্টিতে এক ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে ৫০-র অধিক রান তুলেছেন। যুবরাজ সিংহ, বিরাট কোহলি রয়েছেন সেই তালিকায়। এবার নীতীশও সামিল হলেন সেই দলে। তাঁর সাত ছক্কার ইনিংসের ৫৩ রানই আসে স্পিনারদের বিরুদ্ধে। ৩৪ বলে ৭৪ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে দুই উইকেটও নেন নীতীশ।
এই দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য স্বাভাবিকভাবেই নীতীশকে ম্যাচ সেরা ঘোষণা কর হয়। ২১ বছর বয়সি নীতীশ কিন্তু পরের পর জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে এমন পারফরম্যান্সই তরে যেতে আগ্রহী। তিনি ম্যাচ শেষে বলেন, 'জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে নিজের দক্ষতার প্রদর্শন করতে পেরে দারুণ লাগছে। সত্যি বলতে এর জন্য অধিনায়ক ও কোচের অনেকটাই বাহবা প্রাপ্য। ওঁরাই আমায় নিজের খেলাটা খেলার স্বাধীনতা দিয়ছিল। আমি শুরুটা দেখেশুনেই করেছিলাম। তারপর যখন নো বলটা হল তখন মনে হল এইবার সময় এসেছে আক্রমণ হানার। তারপর থেকে সবটা আমার পক্ষেই গিয়েছে। আমি এইভাবে দলের হয়ে নিজের বারংবার পারফর্ম করতে চাই।'
এই ম্যাচে ভারতীয় দলও কিন্তু ইতিহাস গড়েছে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গ্বালিয়রের পর নয়াদিল্লি, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ইতিহাস গড়ার পালা অব্যাহত