দুবাই: মহিলাদের টি-২০ বিশ্বকাপে বেঁচে রইল ভারতের স্বপ্ন। বুধবার শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে ৮২ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতলেন হরমনপ্রীত কৌররা। সেই সঙ্গে টিকে রইলেন সেমিফাইনালের দৌড়ে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে গ্রুপ এ-তে দুইয়ে উঠে এল ভারত। গ্রুপ শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের পয়েন্ট সমান। তবে একটি ম্যাচ বেশি খেলেছেন হরমনপ্রীতরা। ভারতেের ম্যাচ বাকি শুধু অস্ট্রেলিয়ার সঙ্গে। সেই ম্যাচটিই কার্যত কোয়ার্টার ফাইনাল হতে চলেছে। জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেতে পারে। হারলে ভারতকে অপেক্ষা করে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে।
ঘটনা হচ্ছে, গ্রুপের ৫ দলের মধ্যে পাকিস্তান, নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া এখনও ২টি করে ম্যাচ পাবে। যেখানে ভারতের হাতে রয়েছে একটিমাত্র ম্যাচ। শ্রীলঙ্কা ৩ ম্যাচের তিনটিই হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল। শেষ ম্যাচ তারা জিতলেও তাদের শেষ চারের দরজা খুলবে না। তবে তাদের শেষ ম্যাচ নিউজ়িল্যান্ডের সঙ্গে আর সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে সুবিধা হবে ভারতের।
বুধবারের বড় জয়ের ফলে নেট রান রেটেও এগোল ভারত। -১.২১৭ থেকে বেড়ে ভারতের নেট রান রেট দাঁড়াল +০.৫৬০। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে রানের নিরিখে এটাই ভারতের বৃহত্তম জয়। এর আগে ২০১৪ সালে সিলেটে বাংলাদেশকে ৭৯ রানে জিতেছিল ভারত। সেটিই ছিল ভারতের বৃহত্তম জয়। শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল।
এই ম্যাচের আগে হরমনপ্রীতের খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। আগের ম্যাচে ঘাড়ে চোট পেয়েছিলেন। তবে সেই চোট সারিয়ে এদিন মাঠে নেমে ব্যাট হাতে ঝকঝকে হাফসেঞ্চুরি করেন হরমনপ্রীত। ২৭ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৭২/৩। স্মৃতি মান্ধানা ৫০ রান করেন। জবাবে ১৯.৫ ওভারে মাত্র ৯০ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। তিনটি করে উইকেট অরুন্ধতী রেড্ডি ও আশা শোভনার। ম্যাচের সেরা হরমনপ্রীত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।