অ্যাডিলেড: নিজের আইডলের সঙ্গে টেস্ট খেলছেন, এখনও বিরাট মোহে মগ্ন নীতিশ। একটা সময় ছিল যখন টিভিতে বিরাটের ব্যাটিং দেখে শ্যাডো প্র‍্যাকটিস করতেন। ২১ বছরের এই তরুণ অলরাউন্ডার তখনও ভাবেননি যে একদিন সত্যি সত্যিই তিনি বিরাট কোহলির সঙ্গে খেলবেন। ভীষণভাবে চেয়েছিলেন বিরাট অবসর নেওয়ার আগে যেন একবার তাঁর সঙ্গে খেলার সুযোগ পান। সেই স্বপ্ন পূরণ হয়েছে পারথেই। একসঙ্গে খেলার। এমনকী বিরাটের হাত থেকেই টেস্টের ডবিউ ক্যাপও পেয়েছেন নীতিশ। 


বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে নীতিশ বলছেন, ''ছোটবেলা থেকেই আমি বিরাট ভাইয়ের বিশাল বড় ভক্ত। ওঁনার ব্যাটিং দেখতাম সবসময়। প্রায় প্রত্যেকটি ম্য়াচেই নজর রাখতাম। ওঁর সেলব্রেশনেরও আমি ভক্ত। সেই সময় আমি নিজের বয়স আর ওঁর বয়স ক্যালকুলেট করতাম। আর ভাবতাম যে আমি যেন বিরাট ভাই অবসর নেওয়ার আগেই একবার ওঁর সঙ্গে খেলতে পারি। আইপিএলে ওঁর বিরুদ্ধে খেলেছি। এখানে দেশের জার্সিতে এখন ওঁর সঙ্গে খেলছি। আমার স্বপ্নপূরণ হয়ে গিয়েছে।''


 






কোহলি তখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পরিচিতি অর্জন করে নিয়েছেন। অন্যদিকে নীতিশ ঘরোয়া ক্রিকেটে হাত পাকাচ্ছেন। এমন সময় একটি অনুষ্ঠানে ২ জনে একই মঞ্চ ভাগ করেছিলেন। সেখানে বিরাট অতিথি হিসেবে এসেছিলেন। দূর থেকে প্রিয় ক্রিকেটারের সঙ্গে ছবিও তুলেছিলেন সেলফি মোডে নীতিশ। যা ইদানিং বেশ ভাইরাল হয়েছে। সেই ছবি প্রসঙ্গে আইপিএলের হায়দরাবাদের হয়ে খেলা নীতিশ বলছেন, ''ওটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ছবি। সে সময় বিরাট ভাই জনপ্রিয়তার শিখরে। আমি ভেবছিলাম আদৌ আর পরে ছবি তোলার সুযোগ পাব কি না। তাই সেই ছবিটা দূর থেকেই নিয়েছিলাম। এখনও ওঁনার সঙ্গে খেলতে পারছি। খুব কাছ থেকে দেখছি ওঁনাকে। ধীরে ধীরে নিজের ইনিংসটিকে কত সুন্দরভাবে সাজান উনি। সেঞ্চুরির দিকে নিয়ে যান। ওঁনার ৮১ তম আন্তর্জাতিক শতরানের সময় আমি ক্রিজে ছিলাম। আমার কাছে তা ভীষণ স্পেশাল ছিল।''


পারথ টেস্টের পর অ্য়াডিলেড টেস্টেও গোলাপি বলের ম্য়াচে নীতিশ ব্যাট হাতে প্রথম ইনিংসে নজর কেড়েছেন। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন তিনি।