বেঙ্গালুরু: বিশ্বকাপের ম্যাচে (ODI World Cup 2023) শ্রীলঙ্কার পেস বোলিং আক্রমণের বিরুদ্ধে ভেঙে পড়ল ইংল্যান্ডের (ENG vs SL) বিশ্ববন্দিত ব্যাটিং লাইন আপ। কোনওক্রমে ১৫০ রানের গণ্ডি পার করলেন বাটলাররা। তিন বছর পর ওয়ান ডেতে বল হাতে নিয়েই দুরন্ত পারফর্ম করলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ় (Angelo Mathews)। তাঁর দুই উইকেট এবং লাহিরু কুমারার (Lahiru Kumara) আগুনে বোলিংয়ে তিন উইকেট হারিয়ে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংস ১৫৬ রানেই গুটিয়ে গেল। বেন স্টোকস (Ben Stokes) ব্যাট হাতে খানিকটা লড়াই করেন। তাঁর সংগ্রহ ৪৩ রান।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। সদ্যই মাথিশা পাথিরানার বদলি হিসাবে শ্রীলঙ্কান দলে ডাক পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। এই ম্যাচে একাদশে সুযোগও পান তিনি। আর সুযোগ পেয়েই বল হাতে দলকে সাফল্য এনে দেন তিনি। ম্যাচের শুরুটা ইংল্যান্ডের দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো কিন্তু বেশ ভালভাবেই করেছিলেন। দুইজনে মিলে শুরুতে ৪৫ রান যোগ করেন। কিন্তু ম্যাথিউজ় দীর্ঘদিন পর ওয়ান ডেতে বল হাতে নিয়েই তাঁদের পার্টনারশিপ ভাঙেন।
২৮ রানে মালান আউট হওয়ার পর আরেক ওপেনার বেয়ারস্টোও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। তিনি ৩০ রানে আউট হন। সাফল্য পান কাসুন রাজিথা জো রুট রান আউট হন। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। একে একে জস বাটলার (৮), লিয়াম লিভিংস্টোন (১) সাজঘরে ফেরেন। ৮৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডের ইনিংসকে স্থিরতা প্রদানের চেষ্টা করেন বেন স্টোকস ও মঈন আলি। দুইজনে মিলে ৩৭ রান যোগ করেন। সেই পার্টনারশিপও ভাঙেন ম্যাথিউজ়ই।
লাহিরু কুমারা ৪৩ রানে সেট বেন স্টোকসকে ফেরানোর পরেই ইংল্যান্ডের বড় রান খাড়া করার আশা মোটামুটি জলে চলে গিয়েছিল। ডেভিড উইলি একটি চার ও ছক্কা হাঁকিয়ে দলকে ১৫০ রানের গণ্ডি পাক করান বটে। তবে অপরদিক থেকে আদিল রশিদ (২) ও মার্ক উড (৫) আউট হয়ে যাওয়ায় ইংল্যান্ডের ইনিংস ১৫৬ রানেই শেষ হয়। শ্রীলঙ্কার হয়ে রাজিথা দুই এবং মাহিশ থিকসানা একটি উইকেট নেন। গতবারের চ্যাম্পিয়নদের এত কম রানে আটকে রাখায় শ্রীলঙ্কার নাগাড়ে দ্বিতীয় ম্যাচ জেতার সম্ভাবনা অনেকটাই বাড়ল।
আরও পড়ুন: আইপিএল ২০২৪-র নিলাম আয়োজিত হবে দুবাইয়ে?