সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপ (ODI World Cup) মধ্যগগনে। সব দলই অর্ধেক বা তারও বেশি ম্যাচ খেলে ফেলেছে। সেমিফাইনালে ওঠার দৌড়ে ফেভারিট কারা, সেই ছবিও অনেকটাই স্পষ্ট। এবার বাকি চূড়ান্ত ল্যাপ। কালো ঘোড়া হিসাবে উঠে এসে কোনও দল শেষ চারের টিকিট অর্জন করে ফেলবে কি না, অঘটনের টুর্নামেন্টে অন্যতম ফেভারিট কোনও শিবিরে আঁধার ঘনিয়ে আসবে কি না, সব অঙ্কের হিসেব কার্যত পাকা হয়ে যাবে আগামী দিন দশেকের মধ্যে।


বিশ্বকাপের সেই ক্লাইম্যাক্স পর্যায়ে কাপ-বোধন ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। ২৮ অক্টোবর, শনিবার ক্রিকেটের নন্দনকাননে প্রথম ম্যাচ। যুযুধান বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। তারপর আরও চারটি ম্যাচ। ৩১ অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ, ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা ও ১১ নভেম্বর পাকিস্তান-ইংল্যান্ড দ্বৈরথ। তারপর ১৬ নভেম্বর ইডেনে আয়োজিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। দুর্গাপুজোর রেশ কাটার আগেই ক্রিকেট উৎসবে মাতোয়ারা হতে তৈরি বাংলা।


আর এই আবহে টিকিট বণ্টন নিয়ে ক্ষোভের আঁচে পুড়ছে সিএবি-র অন্দরমহল। ক্লাব হাউসের মূল প্রবেশপথের বাইরে ঘেরাও করে বিভিন্ন ক্লাব সদস্যদের বিক্ষোভ, স্লোগান, সদস্যদের অসন্তোষের ছবি যেন রোজকার নিয়ম হয়ে গিয়েছে। পুজোর সপ্তমীর দুপুর থেকে যে ঘটনা শুরু হয়েছে। একাদশীর দিন পর্যন্ত সেই ছবিই দেখা গিয়েছে ইডেনে। নবরূপে সজ্জিত স্টেডিয়ামের জৌলুস যাতে সামান্য হলেও রং হারাচ্ছে বৈকি!


কিন্তু কেন অসন্তোষ? ময়দানের বিভিন্ন ক্লাব কর্তা ও সিএবি-র সদস্যদের সঙ্গে কথা বললেই টের পাওয়া যাচ্ছে কারণ। এমনিতে ইডেন গার্ডেন্সে কোনও আন্তর্জাতিক ম্যাচ থাকলে ৩৭টি প্রথম ডিভিশনের ক্লাব ২৮০টি করে টিকিট পেয়ে থাকে। যার মধ্যে ২৫০টি দামের টিকিট। ৩০টি করে কমপ্লিমেন্টারি টিকিট। ৫৭টি দ্বিতীয় ডিভিশনের ক্লাব ২৩০টি করে টিকিট পায়। ২০০টি দামের টিকিট ও ৩০টি করে কমপ্লিমেন্টারি টিকিট। এবার সেই সংখ্যাই কমে দাঁড়িয়েছে প্রথম ডিভিশনের ক্লাবগুলির ক্ষেত্রে ২০০টি করে ও দ্বিতীয় ডিভিশনের ক্লাবগুলির ক্ষেত্রে ১২০টি করে টিকিট। যার মধ্যে রয়েছে ১০টি করে কমপ্লিমেন্টারি টিকিটও। সব মিলিয়ে প্রথম ডিভিশনের ক্লাব পিছু ৮০টি করে ও দ্বিতীয় ডিভিশনের ক্লাব পিছু ১১০টি করে বরাদ্দ টিকিট কমেছে। যা নিয়ে ময়দানে ক্ষোভের আঁচ।


কিন্তু কেন এই কাটছাঁট? সিএবি কর্তারা জানাচ্ছেন, আইসিসি টুর্নামেন্ট হওয়াতেই সমস্যা। সব দায়বদ্ধতা মেটানোর মতো টিকিট সিএবি পায়নি বলে জানাচ্ছেন প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আপাতত দুটি ম্যাচের টিকিট বণ্টন করা হয়েছে। ২৮ অক্টোবর বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের। যদিও এই দুই ম্যাচের টিকিটের চাহিদা দারুণ কিছু নয়। আকাশছোঁয়া চাহিদা ৫ নভেম্বরের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের।


সাধারণ মানুষ, যাঁরা অনলাইনে টিকিট কাটতে পারেননি, তাঁদের জন্য প্রথম দুই ম্যাচ দেখার সুযোগ দিচ্ছে সিএবি। যাঁরা ২৮ অক্টোবর বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ ইডেনে বসে দেখতে চান, তাঁদের জন্য সুখবর দিয়েছেন সিএবি কর্তারা। ময়দানের মহমেডান ক্লাবের কাউন্টার থেকে আজ ও আগামীকাল (২৬ ও ২৭ অক্টোবর) বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের কিছু টিকিট বিক্রি হবে। বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি করা হবে ২৬, ২৭, ২৯ ও ৩০ অক্টোবর। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। আগে এলে আগে পাবেন ভিত্তিতে। এছাড়া www.bookmyshow.com ওয়েবসাইট থেকেও এই দুই ম্যাচের টিকিট পাওয়া যাবে।


সব মিলিয়ে ক্রিকেট উন্মাদনার রেশ তিলোত্তমায়।


আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়লেন সুমিত, প্যারা এশিয়ান গেমসে এক দিনে ৩০ পদক এল ভারতের ঝুলিতে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial