আমদাবাদ: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (ENG vs NZ) বিশ্বকাপের (CWC 2023) প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন নয় উইকেটে ২৮২ রান তুলল। ইংল্যান্ডের হয়ে কেউই তেমন বড় রান করতে পারেননি। একমাত্র ব্যাটার হিসাবে অর্ধশতরানের গণ্ডি পার করলেন জো রুট (Joe Root)। তিনি ৭৭ রানের ইনিংস খেলেন। কিউয়িদের হয়ে বল হাতে নজর কাড়লেন ফাস্ট বোলার ম্যাট হেনরি (Matt Henry)। তিনি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের মহামূল্যবান উইকেট মিলিয়ে মোট তিনটি সাফল্য পান।


চোট আঘাতের কারণে এই ম্যাচে দুই দলেরই একাধিক তারকা খেলতে পারেননি। ইংল্যান্ডের হয়ে যেমন বেন স্টোকস মাঠে নামতে পারেননি, কিউয়িদের হয়ে তেমনি অনুপস্থিত ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, দুই তারকা ফাস্ট বোলার লকি ফার্গুসন ও টিম সাউদি। ম্যাচে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে আমন্ত্রণ জানান টম ল্যাথাম। ব্যাটে নেমে শুরুটা কিন্তু ইংল্যান্ড বেশ ভালই করেছিল। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরুটা করেন জনি বেয়ারস্টো।


ডেভিড মালান ও বেয়ারস্টো দুইজনে ইংল্যান্ডের ইনিংসকে ভালভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে অর্ধশতরানের পার্টনারশিপ হওয়ার আগেই মালানকে (১৪) ফিরিয়ে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন ম্যাট হেনরি। তবে উইকেট হারালেও ইংল্যান্ড নিজেদের স্বভাবচিত আগ্রাসী ছন্দেই ব্যাট করতে থাকেন। বেয়ারস্টোর ইনিংস ৩৩ রানে থামান মিচেল স্যান্টনার। হ্যারি ব্রুক বিধ্বংসী মেজাজে ব্যাটিং করা শুরু করলেও ২৫ রানে রচিন রবীন্দ্র তাঁকে আউট করেন।


মাঝের ওভারে কিউয়ি স্পিনাররা দুরন্ত বোলিং করেন। মঈন আলি ১১ রানে গ্লেন ফিলিপ্সের বলে আউট হন। তবে ১১৮ রানে চার উইকেট হারানোর পর জস বাটলার ও রুট ইংল্যান্ডের হাল ধরেন। দুইজনেই স্পিনের ভাল খেলোয়াড় হওয়ায় তাঁদের স্পিন বোলিং সামলাতে সমস্যা হয়নি। দুইজনে পঞ্চম উইকেটে ৭০ রান যোগ করেন। দ্বিতীয় স্পেলে বল হাতে তুলে নিয়েই ছন্দে দেখানো বাটলারকে ৪৩ রানে ফেরান হেনরি। রুটও শতরান পূরণ করার আগেই ৭৭ রানে ফেরেন।


একসময় ৩১ রানের ব্যবধানে চার উইকেট হারানোয় মনে হচ্ছিল ইংল্যান্ড খুব বড় রান করতে পারবে না। তবে শেষ উইকেটে মার্ক উড এবং আদিল রশিদ ৩০ রান যোগ করে ইংল্যান্ডকে ২৮২ পর্যন্ত নিয়ে যান। রশিদ ১৫ ও উড ১৩ রানে অপরাজিত থাকেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কেন হল না বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান? প্রশ্ন হতাশ ক্রিকেটপ্রেমীদের