আমদাবাদ: কথা ছিল, ৪ অক্টোবর বিশ্বকাপের (ODI World Cup) জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। দশ অধিনায়কের সাংবাদিক বৈঠকের পর সন্ধ্যায় হওয়ার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠান। শোনা যাচ্ছিল, সেই অনুষ্ঠানে পারফর্ম করবেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। পারফর্ম করার কথা ছিল অরিজিৎ সিংহ, শ্রেয়া ঘোষাল, বলিউড অভিনেতা রণবীর সিংহদের।


কিন্তু কোথায় কী? আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) বিশ্বকাপের বোধনে শুধু দশ অধিনায়কের সাংবাদিক বৈঠক। এমনকী, লেজ়ার শো বা আতসবাজির প্রদর্শনীও হল না। বলা হল, অন্ধকার না হলে লেজ়ার শো বা আতসবাজির প্রদর্শনী করা যাবে না।


কিন্তু কেন আচমকা বাতিল করা হল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান? বুধবার সন্ধে থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ভিড়। রীতিমতো হ্যাশট্যাগ করে ট্রেন্ডিং হয়ে গেল বিষয়টি।


ঘটনা হচ্ছে, বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের কোনও ঘোষণা করা হয়নি। অনুষ্ঠান না হওয়া নিয়েও ভারতীয় ক্রিকেট বোর্ড নীরব। ভারতীয় বোর্ডই টুর্নামেন্টের আয়োজক। আইসিসি-ও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


এমনিতেই এবারের বিশ্বকাপ বিতর্কমুক্ত নয়। ম্যাচ বণ্টন থেকে শুরু করে টিকিট বিক্রি - সবেতেই উঠেছে প্রশ্ন। শোনা যাচ্ছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা করছে বোর্ড। কারণ, সেদিন ম্যাচ দেখতে প্রায় এক লক্ষ বা তারও বেশি মানুষের সমাগম হতে পারে।


যদিও এ নিয়ে প্রশ্ন উঠছে। বলা হচ্ছে, কেন টুর্নামেন্টের মাঝপথে তাও একটি ম্য়াচকে ঘিরে এরকম অনুষ্ঠান হবে। আয়োজক হিসাবে শুধু ভারত-পাক ম্যাচকে ঘিরে অনুষ্ঠান করলে তা ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে কলঙ্কের হবে বলেও মনে করছে কোনও কোনও মহল।


অপেক্ষার অবসান। ভারতের মাটিতে শুরু হতে চলেছে ত্রয়োদশ ওয়ান ডে বিশ্বকাপ। বৃহস্পতিবার প্রথম ম্যাচেই ২০১৯ বিশ্বকাপের অ্যাকশন রিপ্লে। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড। যে দুই দল শেষ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল।


বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল বুধবারই। এদিন আমদাবাদে দশ দলের অধিনায়ক নিয়ে সাংবাদিক বৈঠক হল। চলল ফটোসশেনও। হাজির ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, পাকিস্তানের বাবর আজ়ম, ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, শ্রীলঙ্কার দাসুন শনাকা, বাংলাদেশের শাকিব আল হাসান, নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডস, আফগানিস্তানের হাশমাতুল্লা শাহিদি, দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমা।


প্রথম ম্যাচে খেলতে না পারলেও, অল ক্যাপ্টেনস’ মিটে হাজির ছিলেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিরুদ্ধে অবশ্য তিনি খেলবেন না। নিউজ়িল্যান্ডকে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।


পাকিস্তান অভিযান শুরু করছে টুর্নামেন্টের দ্বিতীয় দিন। তবে বাবর আজ়মদের প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ। নেদারল্যান্ডস। ভারতের প্রথম ম্যাচ রবিবার। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন রোহিতরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: স্পিনারদের হাতে আফগানিস্তানের বিশ্বকাপ ভাগ্য, তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারবেন রশিদরা?