লখনউ: রমরমিয়ে চলছে ৫০ ওভারের বিশ্বকাপের (ODI World Cup 2023) লড়াই। টুর্নামেন্টের প্রথম পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জিতেছে ভারতীয় ক্রিকেট দল। নিউজ়িল্যান্ডের বিরদ্ধে জয়ের পর বেশ খানিকটা সময় বিশ্রামে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আসন্ন রবিবার, ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ ঘিরেই এবার কালোবাজারির অভিযোগ উঠল।
সদ্যই ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য বাজারে টিকিট ছাড়া হয়েছে। এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে। এরই সুযোগ নিচ্ছেন চড়া দামে টিকিট বিক্রি করা হচ্ছে বলে একদল সমর্থকের অভিযোগ। যেখানে ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য লখনউয়ের একানা স্টেডিয়ামে (Ekana Cricket Stadium) টিকিটের দাম ৪৯৯ টাকা এবং চার হাজার টাকা। সেখানে খবর অনুযায়ী, সেই টিকিট দশ গুণ বেশি দামে পাঁচ হাজার থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে বলে খবর।
অবশ্য এই চড়া দামে টিকিট বিক্রিও সত্ত্বেও কিন্ত সমর্থকদের উত্তেজনায় টান পড়ছে না। এত চড়া দাম দিয়েও অনেকে টিকিট কিনছে বলে খবর। প্রসঙ্গত, গত ম্যাচে চোটের কারণে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি হার্দিক পাণ্ড্য। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচেই তাঁর দলে ফেরার কথা ছিল। তবে যা খবর শোনা যাচ্ছে, তাতে সম্ভবত হার্দিকের এই ম্যাচে ফেরা হচ্ছে না।
জাতীয় দলের সঙ্গে ধর্মশালা যাওয়ার পরিবর্তে হার্দিক বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দলের তত্ত্বাবধানে চোট সারানোর কাজ চালাচ্ছেন। জানানো হয় হার্দিক সরাসরি দলের সঙ্গে লখনউতে ইংল্যান্ড ম্যাচের আগে যোগ দেবেন। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তেমনটা হচ্ছে না।
শোনা যাচ্ছে রবিবার, ২৯ অক্টোবর ইংল্যান্ড ম্যাচ তো নয়ই, এমনকী ২ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না তারকা অলরাউন্ডার। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ দুইটির একটিতে হার্দিক ফিরতে পারেন।
তবে জয় শাহের আপডেটের পর হার্দিকের শারীরিক পরিস্থিতি নিয়ে বিসিসিআইয়ের তরফে এখনও নতুন কোনও আপডেট দেওয়া হয়নি। তাই সঠিকভাবে তিনি কবে আবার মাঠে ফিরবেন সেই বিষয়ে ধোঁয়াশা রয়েইছে। বোর্ড সরকারিভাবে এ বিষয়ে কী জানায় সেই অপেক্ষায়ই রয়েছেন টিম ইন্ডিয়ার অনুরাগীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ফের চোট! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাথিরানা, সুযোগ পেলেন প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক