নয়াদিল্লি: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) দুর্দিন যেন কাটতেই চাইছে না। চারটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে দ্বীপরাষ্ট্রের দল। পাশাপাশি চোট আঘাত যেন কুশল মেন্ডিসদের পিছুই ছাড়ছে না। চোটের জেরে বিশ্বকাপে অংশগ্রহণই করতে পারেননি দলের তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুষ্মন্ত চামিরা চোটের কারণে কেবল রিজার্ভ হিসাবেই দলের সঙ্গে রয়েছেন। গাোটা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শনাকা।
এবার কাঁধের চোট মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দলের তারকা ফাস্ট বোলার মাথিশা পাথিরানাও (Matheesha Pathirana)। পাথিরানা শ্রীলঙ্কার প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন। তবে কাঁধের চোটের কারণে তিনি নিজের সেরাটা দিতে পারেননি। দুই ম্যাচে মোট ১৮৫ রান এসেছিল তাঁর বোলিং থেকে। কাঁধের চোট না সারায় শেষমেশ শ্রীলঙ্কান নির্বাচকরা বাধ্য হয়েই তাঁর বদলি ঘোষণা করলেন। তাঁর বদলে দলে ডাক পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ় (Angelo Mathews)। রিজার্ভ খেলোয়াড় হিসাবে দলের সঙ্গে ভারতে এসেছিলেন তিনি। এবার মূল দলে ঢুকে পড়লেন তারকা অলরাউন্ডার। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির তরফে এই পরিবর্তনে সম্মতি দেওয়া হয়েছে বলেই শ্রীলঙ্কান বোর্ডের তরফে জানানো হয়েছে।
৩৫ বছর বয়সি ম্যাথিউজ় কিন্তু পাথিরানার থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্রিকেটার। পাথিরানা যেখানে ফাস্ট বোলার, সেখানে ম্যাথিউজ় ব্যাটিং অলরাউন্ডার। সাম্প্রতিক সময়ে অবশ্য তাঁকে তেমন বল করতে দেখাই যায় না। তবে প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক দলে যোগ দেওয়ায় যে দলে অভিজ্ঞতার পরিমাণ বাড়ল তা বলাই বাহুল্য। ম্যাথিউজ় শ্রীলঙ্কার হয়ে ২২১টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। ২০১১, ২০১৫ ও ২০১৯ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের অংশ ছিলেন তিনি। এবারের বিশ্বকাপে সেই অর্থে তাঁর চতুর্থ বিশ্বকাপ হতে চলেছে।
অবশ্য মাহিশ থিকসানা (Maheesh Theekshana) সুস্থ রয়েছেন এবং তিনি বিশ্বকাপে খেলবেন বলেও লঙ্কান বোর্ডের তরফে জানানে হয়েছে। তারকা স্পিনার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে পায়ে ব্যথা অনুভব করেছিলেন। তবে এমআরই স্ক্যানে তেমন উদ্বেগজনক কিছু ধরা পড়েনি। অতীতে তাঁর পেশিতে লাগা চোটেও বাড়েনি বলেই জানানো হয়েছে। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে থিকসানা অনুশীলনও করেছেন বলে জানানো হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial