কলকাতা : ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারির ঘটনায় গ্রেফতার আরও ৫ । এনিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ২১। বাজেয়াপ্ত করা হয়েছে আরও ৩৩টি টিকিট । এদিকে লালবাজারের গুন্ডাদমন শাখার অভিযোগের ভিত্তিতে ময়দান থানায় আরও ২টি এফআইআর করা হয়েছে। অর্থাৎ, টিকিট কালোবাজারির ঘটনায় এফআইআরের সংখ্যা বেড়ে হল ৯। অবশেষে ময়দান থানায় সিএবি আধিকারিকরা । সিএবি প্রেসিডেন্টকে তৃতীয় নোটিসের পর ময়দান থানায় আধিকারিকদের পাঠাল সিএবি, এমনই খবর সূত্রের।


৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। আর সেই ম্য়াচের টিকিট নিয়ে রীতিমতো হাহাকার। বিপুল দামে টিকিট বিক্রি হতে দেখা গেছে। টিকিটের কালোবাজারির মতো অভিযোগ সামনে এসেছে। এনিয়ে দফায় দফায় বিক্ষোভ হয়েছে সিএবি-তে। আজীবন সদস্যপদ থাকলেও সকলে টিকিট পাননি, এই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সদস্যরা। মহমেডান ক্লাব ও হাওড়া ইউনিয়ন টেন্টের সামনে ব্ল্যাকারদের ভিড় দেখা গেছে। তারা টিকিটের দর হাঁকায় ৭ থেকে ১০ গুন ! এবিপি আনন্দের ক্যামেরায় ধরাও পড়ে সেই ছবি। 


বিশ্বকাপ ম্যাচ ঘিরে কড়াকড়ি, নজরদারি। নিশ্ছিদ্র নিরাপত্তা। অথচ, ৯০০ টাকার টিকিট বিকিয়েছে ১০ হাজারে। তাহলে কি বজ্র আঁটুনি, ফস্কা গেরো ? অনলাইন অ্যাপে টিকিট বিক্রি ! কিন্তু, উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে উধাও সব টিকিট ! ছিল রুমাল, হয়ে গেল বেড়াল ! যাবতীয় ক্ষোভ এসে আছড়ে পড়ে সিএবির দরজায়। সিএবি প্রেসিডেন্ট অবশ্য দায় চাপিয়েছেন ভারতীয় বোর্ডের ঘাড়েই। টিকিটের কালোবাজারি রুখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন পুলিশ কমিশনার স্বয়ং। 


এই ঘটনার জেরেই গতকাল সিএবি (CAB) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehashis Ganguly) নোটিস পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। আজ ফের একবার ইডেনে বিশ্বকাপের টিকিটের কালোবাজারিকাণ্ডে স্নেহাশিসকে নোটিস পাঠায় কলকাতা পুলিশ। অবিলম্বে সংস্থার কোনও প্রতিনিধিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। গতকাল একই সঙ্গে টিকিট বুকিং সংস্থার প্রতিনিধিদেরও তলব করা হয়েছিল পুলিশের তরফে। তাদের প্রতিনিধি হাজিরা দিলেও আসেননি বাংলার ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি। তাই ফের সভাপতি স্নেহাশিসকে নোটিস পাঠানো হয় বলে জানায় কলকাতা পুলিশ।


এদিকে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফরমেন্স ইতিমধ্যেই প্রত্যাশার পারদ চড়িয়েছে শহরবাসীর। সেই আগুনে ঘি ঢেলেছে আচমকা এই টিকিট বিতর্ক। রবিবারের ম্যাচের আগে এই কালোবাজারি বন্ধ হয় কি না, সে-দিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।