লখনউ: ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউয়ে চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল (IND vs ENG)। সেই ম্যাচে ভারতীয় টপ অর্ডারের সিংহভাগ ব্যাটার ব্যর্থ হলেও, রোহিত শর্মা (Rohit Sharma) অনবদ্য ৮৭ রানের ইনিংস খেলেন। রোহিতের আগ্রাসী ব্যাটিং ও ধারাবাহিকতার জন্য গৌতম গম্ভীর (Gautam Gambhir) তাঁকে প্রশংসায় ভরালেও, অনেকেই মনে করছেন সেই প্রশংসায় বিরাট কোহলিকে (Virat Kohli) খোঁচাও দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।


ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময়ই গম্ভীর বলেন, 'রোহিত শর্মা এতদিনে ৪০-৪৫টা শতরান হাঁকিয়ে ফেলতেই পারত। তবে একজন নিঃস্বার্থ নেতাই নিজের দলের থেকে যেমনটার প্রত্যাশা রাখে, সেটা আগে নিজে করে দেখান। যদি দল ইতিবাচক ভঙ্গিমায় ব্যাটিং করবে বলে কোনও অধিনায়ক আশা করেন, তাহলে তাকে নিজেকে আগে সেটা করে দেখাতে হয়। সামনে থেকে নেতৃত্ব দেওয়া তো এটাকেই বলে। কোনও পিআর বা মার্কেটিং সেটা আপনার হয়ে করতে পারবে না। রোহিত শর্মা এই বিশ্বকাপে ঠিক এটাই করে দেখিয়েছে।'


গম্ভীর আরও যোগ করেন, 'রোহিতের ব্যাটিং গড় হয়তো বাকিদের থেকে কম এবং ও হয়তো রানসংগ্রাহকদের তালিকায় পাঁচ বা দশে থাকবে। তবে সেটা খুব একটা গুরুত্বহীন। তবে বিশ্বকাপ জিততে হলে ঠিক এমন মানসিকতার সঙ্গে খেলাটাই দরকার। এবার সিদ্ধান্তটা আপনার যে আপনি শতরান করবেন না বিশ্বকাপ জিততে চান।'


বিরাট কোহলির সমর্থকরা অনেকেই মনে করছেন যে রোহিতের প্রশংসার পাশাপাশি গম্ভীর কোহলিকে সমালোচনায় বিদ্ধ করেছেন। সম্প্রতি বাংলাদেশ ম্যাচে কোহলি নিজের শতরান হাঁকিয়ে ম্যাচ শেষ করেন। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারত জয় পেলেও, কোহলি নিজের শতরানের উদ্দেশে খানিকটা স্বার্থপরের মতোই খেলেন বলে অনেকেই অভিযোগ করেন। কোহলি অনুরাগীরা মনে করছেন গম্ভীরও সেই সমালোচকদের দলের পড়েন। 


প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে নাগাড়ে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। ভারতীয় অধিনায়ক হিসাবে রোহিতের শততম আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডকে ১০০ রানেই হারায় টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে টিম ইন্ডিয়ার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনো কার্যত নিশ্চিত হয়ে গেল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: জন্মভূমিতে জ্বলে উঠলেন শামি, তারকা বোলারের আগুনে স্পেলে ছারখার ইংল্যান্ড