ধর্মশালা: ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) ধর্মশালার এইচপিসিএ ক্রিকেট স্টেডিয়ামের (HPCA Cricket Stadium) আউটফিল্ড নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। মাঠের অত্যাধিক নরম আউটফিল্ডে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। আউটফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারই। আজই বাংলাদেশের বিরুদ্ধে সেই মাঠেই খেলতে নামবে ইংল্যান্ড (ENG vs BAN)। এই সমস্যার সমাধান করতে তৎপর হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। 


অ্যাসোসিয়েশন সভাপতি মোহিত সুদ জানান মাঠের আউটফিল্ডের জন্য বারমুডার ঘাসের ব্যবহার করা হয়েছে। তবে যথাযোগ্য পরিবেশ না পাওয়ায় আউটফিল্ড ঠিকঠাকভাবে প্রস্তুত করা যায়নি, ঘাসও বাড়েনি। তিনি এএনআইকে বলেন, 'আমরা সদ্যই গোটা মাঠটাকেই আবার নতুনভাবে সাজিয়েছি। আমরা বারমুডার ঘাস এনেছি, যা মূলত শীতকালের ঘাস। এই প্রথম এদেশে কোন মাঠ এটা ব্যবহার করছে। বিগত মাস ছয়েক এখানকার পরিবেশ খুবই খারাপ ছিল। প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, আর শীতকালটাও দীর্ঘায়িত হয়েছে।'


অক্টোবর, নভেম্বর মাসে স্টেডিয়ামটি যে অংশে অবস্থিত সেই স্থানে বাড়তি ঠান্ডার প্রভাব দেখা গিয়েছে। অপরদিকে, অত্যাধিক বৃষ্টির ফলে আউটফিল্ড তৈরির জন্য যে ঘাস আনা হয়েছিল, সেগুলিও বাড়তে পারেনি। তবে সুদ জানিয়েছিলেন তাঁরা আসন্ন ম্যাচে যাতে খেলোয়াড়দের সমস্যা না হয়, তার জন্য সবরকম প্রচেষ্টা করছেন।


ইংল্যান্ড অধিনায়ক বাটলার কিন্তু ম্যাচের আগেই স্পষ্টভাবে স্টেডিয়ামের আউটফিল্ডকে খারাপ তকমা দিয়েছেন। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে বাটলার বলেন, 'আমার মতে এটা (ধর্মশালার আউটফিল্ড) খুবই খারাপ। ফিল্ডিং করার সময় বা ডাইভ মারার সময় সচেতন থাকতে বলার অর্থ হল দলগতভাবে আমরা যে ভাবে খেলতে চাই, তার থেকে দূরে সরে আসা। তাই এই আউটফিল্ড একেবারেই উপযুক্ত নয়। তবে আমরা এটাকে অজুহাত হিসাবে ব্যবহার করব না। এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।' 


বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ফিল্ডিং করার সময় আফগানিস্তানের মুজিব উর রহমান ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে ডাইভ দিতেই তাঁর হাঁটু নরম মাটিতে গেঁথে যায়। বেকায়দায় পড়ে যান তিনি। বড়সড় চোট লেগে যাওয়ার আশঙ্কা ছিল আফগান তারকার। আর তারপর থেকেই ধর্মশালার মাঠ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেই কারণেই ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি লাইমলাইটে ধর্মশালার আউটফিল্ডও। তবে সুদ জানিয়েছেন তাঁরা গোটা রাতজুড়েই আউটফিল্ড সারানোর কাজ চালিয়েছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ৭-০ লজ্জার রেকর্ড বদলানোর সুযোগ শ্রীলঙ্কার, ঘুচবে অভিশাপ?