পুণে: শনিবার আমদাবাদে পাকিস্তানকে দুরমুশ করে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এরপর বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। বৃহস্পতিবার, ১৯ অক্টোবর পুণের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে ওপার বাংলার দলের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। সেই ম্যাচের আগে, আজ রবিবারই পুণেতে পৌঁছে গেলেন রোহুিত শর্মা, শুভমন গিলরা।


গোটা ঘটনার ভিডিওটি বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। সেখানে টিম ইন্ডিয়ার আমদাবাদ ছাড়া, বিমানে ওঠা থেকে পুণের বিমানবন্দরে আগমন, হোটেলে প্রবেশ, সবটাই ভিডিও করা হয়। বিমানবন্দরে ভারতীয় তারকাদের দর্শন পেতে প্রচুর লোক ভিড় করেছিলেন। বিমানবন্দর 'ইন্ডিয়া, ইন্ডিয়া' ধ্বনিতে মুখরিত হয়।


 






 


ভারতীয় দল একদিকে বিশ্বকাপে নাগাড়ে নিজেদের প্রথম তিন ম্যাচই জিতে নিয়েছে। আপাতত বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশের ক্ষেত্রে ছবিটা কিন্তু ভিন্ন। বাংলাদেশ নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও, পরের দুই ম্যাচে কিন্তু যথাক্রমে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছে। লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন শাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। তাই ভারতকে হারিয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া হয়ে মাঠে নামবেন বাংলা টাইগাররা। পুণেতে কিন্তু ক্রিকেটপ্রেমীরা এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন।


ফাইনালে ভারতকে চাই


সদ্য হারতে হয়েছে। কিন্তু ফের বিশ্বকাপের ফাইনালে ভারতকেই চাইছেন পাকিস্তানের (Pakistan) মিকি আর্থার। গতকাল ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে পাক কোচ বলেন, 'ভারতীয় দল (Indian Cricket Team) দুর্দান্ত একটা দল। আমার মনে হয় রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কোচিংয়ে ও রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে দুর্দান্ত দল তৈরি হয়েছে ভারতের। ব্যাটিং-বোলিং সব বিভাগেই ভারত দাপটের সঙ্গে পারফর্ম করেছে। সব বিভাগেই ওরা আমাদের ছেলেদের টেক্কা দিয়েছে। তবে আমি চাই টুর্নামেন্টের ফাইনালে ফের ভারত-পাকিস্তান মুখোমুখি হোক।'


বিপুল সংখ্যক ভারতীয় সমর্থকদের ক্রমাগত চিৎকার। যা কিছুটা মানসিকভাবে পাক দলকে পিছিয়ে দিয়েছিল এমনটাই মনে করেন আর্থার। তিনি বলছেন, 'গ্যালারির ১ লক্ষ ৩০ হাজার সমর্থক আমাদের বিপক্ষে চিৎকার করছে। কিছুটা তো মানসিকভাবে তার প্রভাব পড়বেই। তবে আমি এগুলো নিয়ে ভাবতে চাই না। এমনকী কোনও অজুহাতও দিতে চাই না।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: আফগানদের হয়ে ৮০ রানের ইনিংস খেললেন গুরবাজ়, জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ২৮৫