লখনউ: হাতে চিড় ধরায় ক্রিকেট বিশ্বকাপের (ODI World Cup 2023) শুরুতে অস্ট্রেলিয়ার (Australian Cricket Team) হয়ে মাঠে নামতে পারেননি দলের তারকা ক্রিকেটার ট্র্যাভিস হেড (Travis Head)। বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকা সফরে চোট পেয়েছিলেন হেড। তবে অবশেষে সেই চোট সারিয়ে তিনি দলের সঙ্গে যোগ দিতে চলেছেন। খবর অনুযায়ী বৃহস্পতিবারই ভারতে চলে আসবেন হেড।


গত সপ্তাহেই তাঁর হাতের প্লাস্টার খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নেটে ব্যাট করাও শুরু করে দিয়েছেন হেড। নেটে থ্রো ডাউনের বিরুদ্ধে ব্যাট করা শুরু করেছেন তারকা অজ়ি ক্রিকেটার। তবে ভারতে এসে দলে যোগ দিলেও সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে মাঠে নামতে আরও খানিকটা সময় লাগবে হেডের। আশা করা হচ্ছে ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডসের ম্যাচেই হেডকে ফের একবার অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ২২ গজে খেলতে দেখা যাবে। যদিও এই বিষয়ে পাকাপাকিভাবে এখনও কিছুই বলা যাচ্ছে না।


হেড জানান তাঁরা যতটা ভাবছিলেন, তার থেকে দ্রুতই তাঁর হাতের চোট সেরে উঠছে। হেড বলেন, 'আমি ভালভাবেই সেরে উঠছি, যতটা ভেবেছিলাম তার থেকে সম্ভবত দ্রুতই সুস্থ হচ্ছি। আমরা অস্ত্রোপ্রচার না করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ অস্ত্রোপ্রচার করালে সুস্থ হতে ১০ সপ্তাহ মতো সময় লাগত। তবে সুস্থ হতে বলা হয়েছিল ছয় সপ্তাহ মতো লাগবে। তবে এত দ্রুত সুস্থ হওয়ার জন্য সবকিছু একেবারে ঠিকঠাক হতে হবে। দেখা যাক কী হয়। আমি সামনের সপ্তাহে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।'


সাম্প্রতিক সময়ে হেডের গুরুত্ব তাঁর পরিসংখ্যানই প্রমাণ করে দেয়। ২০২২ সালে অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলে তাঁর প্রত্যাবর্তন হওয়ার পর থেকে তিনি ৬০.৮৪ গড় ও ১১৯.৮৪ স্ট্রাইক রেটে রান করেছেন। হেড অজ়ি দলের এতটাই গুরুত্বপূর্ণ অঙ্গ যে তিনি চোট পেয়ে টুর্নামেন্টের শুরুর দিকে অনুপস্থিত থাকলেও, তাঁকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। হেডের অনুপস্থিতিতে টুর্নামেন্টের শুরুর দুই ম্যাচেই পরাজিত হতে হয়েছে অজ়িদের। তাই এমন পরিস্থিতিতে হেড ফিরলে যে অস্ট্রেলিয়ান দল আরও শক্তিশালী হবে, তা বলাই বাহুল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: আফগানদের হয়ে ৮০ রানের ইনিংস খেললেন গুরবাজ়, জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ২৮৫