বেঙ্গালুরু: দিনকয়েক আগেই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে তুমুল বিতর্ক হয়। চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ় (Angelo Mathews)। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের আউটে প্রথম ব্যাটার হিসাবে টাইমড আউট হয়েছিলেন ম্যাথিউজ়। আজ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সেই ঘটনা ঘিরেই এক মজাদার কাণ্ড দেখা গেল।


আজ বিশ্বকাপের (ODI World Cup 2023) সেমিফাইনালের দৌড়ে থাকা কিউয়ি দল নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার মুখোমুখি (NZ vs SL) হয়েছে। সেই ম্যাচে ম্যাথিউজ় মাঠে নামতেই তাঁর দিকে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Wlliamson) এগিয়ে যান। ম্যাথিউজ়কে তাঁর হেলমেট স্ট্র্যাপ ঠিক আছে কি না, সেটাই রসিকতা করে জিজ্ঞেস করেন উইলিয়ামসন। কিউয়ি অধিনায়কের পাশাপাশি ট্রেন্ট বোল্টও ছিলেন। গোটা ঘটনায় কিউয়ি অধিনায়কের উপস্থিত বুদ্ধিরই পরিচয় মেলে। উইলিয়ামসনের প্রশ্ন শুনে ম্যাথিউজ় কিন্তু একগাল হাসেনও। তারপরেই ক্রিজে স্টান্স নেন তিনি।


 






 


ম্যাচে এদিন কিউয়ি বোলারদের বিরুদ্ধে সিংহভাগ শ্রীলঙ্কান ব্যাটাররাই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। কুশল পেরেরা এবং মাহিশ থিকসানাই কেবল লড়াই করেন। ৪৬.৪ ওভারে মাত্র ১৭১ রানে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। নিউজ়িল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়লেন ট্রেন্ট বোল্ট। ১০ ওভারে তিন-তিনটি মেডেন নিলেন তিনি! আধুনিক ওয়ান ডে ক্রিকেটে যা অবিশ্বাস্য। মাত্র ৩৭ রান খরচ করে ৩ উইকেট নিলেন বোল্ট। শিকারের তালিকায় কারা? কুশল মেন্ডিস, সাদিরা সমরাবিক্রমা ও চরিথ আসালঙ্কা। তার মধ্যে ইনিংসের পঞ্চম ওভারে দুই উইকেট। সেখানেই শ্রীলঙ্কা ব্যাটিংয়ের কোমর ভেঙে যায়।


শ্রীলঙ্কা ইনিংসে প্রথম ধাক্কাটা দেন টিম সাউদি। আঙুল ভেঙে যাওয়ায় যিনি বিশ্বকাপের শুরুর দিকে খেলতে পারেননি। ফিট হয়ে ফিরে নিয়মিত উইকেট তুলছেন। এদিন নিজের প্রথম ওভারেই তিনি পাথুম নিশাঙ্কাকে তুলে নেন। ওই ওভারেই কুশর পেরেরার ক্যাচ উইকেটের পিছনে টম ল্যাথাম ফেলে না দিলে উইকেট সংখ্যা বাড়ত সাউদির। কুশল পেরেরা ৫১ রানের ইনিংস খেলেন বটেয তবে একটা সময় ১২৮/৯ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। তাঁদের পক্ষে ১৫০ রানের গণ্ডি পার করাও কঠিন হবে বলে মনে হচ্ছিল। তবে নবম উইকেটে ৪৩ রানের পার্টনারশিপ এবং থিকসানার ৩৮ রানের ইনিংসে শেষমেশ ১৭১ রান তোলে দ্বীপরাষ্ট্র।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: মরণ-বাঁচন ম্যাচের আগে ফুরফুরে মেজাজে পাকিস্তান, শপিং মলে দেখা গেল বাবরদের