ODI World Cup 2023 Live: ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১ রানে জয় ছিনিয়ে নিল পাকিস্তান
ODI World Cup 2023, NZ vs PAK: বিশ্বকাপের পয়েন্ট তালিকায় নিউজ়িল্যান্ড চারে ও পাকিস্তান আপাতত ছয়ে রয়েছে।
ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ রানে কিউয়িদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল পাকিস্তান।
২৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২০০ রানের গণ্ডি পেরিয়ে গেল পাকিস্তান। তবে চিন্নাস্বামীতে ফের শুরু বৃষ্টি।
বৃষ্টির জন্য নতুন সমীকরণ পাকিস্তানের লক্ষ্যমাত্রায়। এবার ৪১ ওভারে ৩৪২ লক্ষ্য তাদের। অর্থাৎ ১১৭ বলে বাবরদের করতে হবে ১৮২ রান।
বৃষ্টি নামল চিন্নাস্বামীতে। থামল খেলা। পাকিস্তানের স্কোর ২১.৩ ওভারে ১৬০/১। ডি এল এস নিয়ম অনুযায়ী ১০ রান এখনও এগিয়ে রয়েছে পাকিস্তান।
৬৩ বলে ঝোড়ো শতরান হাঁকালেন পাকিস্তানের ওপেনিং ব্য়াটার ফখর জামান। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকান।
১৮ ওভারে ১ উইকেট হারিয়ে বোর্ডে ১২৭ রান তুলে নিল পাকিস্তান। ক্রিজে আছেন ফখর জামান ও বাবর আজম।
৩৯ বলে কেরিয়ারের ১৭তম অর্ধশতরান পূরণ করলেন ফখর জামান। ১৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৯১/১। বাবর আজম ৩০ রানে ব্যাট করছেন।
কয়েক পশলা বৃষ্টির জেরে নির্ধারিত সময়ের খানিক পরেই পাকিস্তানের ব্যাটিং ইনিংস শুরু হল। প্রথম ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে পাঁচ রান।
চারশো রানের গণ্ডি পার করেই ইনিংস শেষ করল নিউজ়িল্যান্ড। ৫০ ওভার শেষে কিউয়িদের স্কোর ৪০১/৬।
৩৯ রানে মার্ক চ্যাপম্যানকে সাজঘরে ফেরালেন মহম্মদ ওয়াসিম। ৪৬ ওভার শেষে ৩৫০ রানের গণ্ডি পার করে ফেলল নিউজ়িল্যান্ড। কিউয়িদের স্কোর ৩৬০/৫। বর্তমানে গ্লেন ফিলিপ্স ২৮ ও মিচেল স্যান্টনার দুই রানে ব্যাট করছেন।
৪০ ওভার শেষে ৩০০ রানের গণ্ডি পার করল নিউজ়িল্যান্ড। রচিন রবীন্দ্র শতরান করেই সাজঘরে ফেরেন। ড্যারিল মিচেলও ২৯ রানে আউট হলেন। ৩১৮ রানে চতুর্থ উইকেট হারাল কিউয়িরা।
চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় শতরান হাঁকালেন রচিন রবীন্দ্র। ৮৮ বলে অর্ধশতরান পূরণ করেন তিনি। তবে প্রত্যাবর্তন ম্যাচে ৯৫ রানে আউট হয়ে উলিয়ামসন শতরান হাতছাড়া করলেন। ৩৫ ওভার শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৫২/২।
মাঠে ফিরেই দুরন্ত ছন্দে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। নিজের কেরিয়ারের ৪৪তম অর্ধশতরান হাঁকালেন তিনি। ২৯ ওভারেই দুশো রানের গণ্ডিও পার করে ফেলল কিউয়িরা। বর্তমানে নিউজ়িল্যান্ডের স্কোর ২০০/১। অর্ধশতরান হাঁকিয়েছেন রচিন রবীন্দ্রও। তিনি ৮৭ ও কেন উইলিয়ামসন ৬১ রানে ব্যাট করছেন।
ভাল শুরুর পর হাসান আলির শর্ট বল পুল করতে গিয়ে ৩৫ রানে আউট হয়েছিলেন ডেভন কনওয়ে। তবে ১৬তম ওভারেই শতরানের গণ্ডি পার করে ফেলল কিউয়িরা। বর্তমানে ১৯ ওভার শেষে নিউজ়িল্যান্ড স্কোর ১১৯/১।
অষ্টম ওভারেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলল নিউজ়িল্যান্ড, তাও আবার কোনও উইকেট না হারিয়েই। ৮ ওভার শেষে কিউয়িদের স্কোর ৫৬। রবীন্দ্র ও কনওয়ে উভয়েই ২৬ রানে ব্যাট করছেন।
ইনিংসের প্রথম পাঁচ ওভার শেষে নিউজ়িল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২৫ রান। রচিন রবীন্দ্র ১৪ ও ডেভন কনওয়ে ১১ রানে ব্যাট করছেন।
অবশেষে নিউজ়িল্যান্ডের একাদশে ফিরলেন দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। ফিরলেন ইশ সোধিও।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ে সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়ক বাবর আজমের।
প্রেক্ষাপট
'বিজনেস এন্ডে' পৌঁছে গিয়েছে এবারের বিশ্বকাপ (ICC Men's World Cup 2023)। সেমিফাইনালে পৌঁছনোর দৌড় জমে উঠেছে। মেগা টুর্নামেন্টের শেষ চারে পৌঁছনোর দৌড়ে থাকা দুই দল নিউজ়িল্যান্ড ও পাকিস্তান (NZ vs PAK) একে অপরের মুখোমুখি হচ্ছে আজ। চিন্নাস্বামী স্টেডিয়ামে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ দুই দলের কাছেই এটি মরণ-বাঁচন ম্যাচ হতে চলেছে।
বিশ্বকাপের শুরুর দিকে নাগাড়ে চার ম্যাচ জিতে গত বারের ফাইনালিস্ট কিউয়িরা বেশ ভাল জায়গায় ছিল। কিন্তু হঠাৎই ছন্দপতন। টানা তিন ম্যাচ হারতে হয়েছে নিউজ়িল্যান্ডকে। তার উপর দলের একাধিক তারকা ক্রিকেটারের চোট আঘাত কিউয়িদের সমস্যা বাড়িয়েছে। তিন ম্যাচ হারায় আপাতত লিগ তালিকায় চার নম্বরে রয়েছে নিউজ়িল্যান্ড। তবে একসময় যেখানে তারা সেমিফাইনালের দিকে তড়তড়িয়ে এগোচ্ছিল, সেখানে নাগাড়ে ম্যাচ হেরে কিন্তু বাকিদের সেমিতে পৌঁছনোর আশা বাড়িয়ে তুলেছেন কেন উইলিয়ামসনরা (Kane Williamson)।
নিউজ়িল্যান্ড হারায় বিশেষ করে পাকিস্তানের সুবিধা হয়েছে। টানা চার ম্যাচ হারের পর পাক দলের সেমিতে পৌঁছনোর স্বপ্ন ঘোলাটে হয়ে আসছিল। কিন্তু কিউয়িদের হার এবং তাদের জয়ের জেরে ফের একবার সেমির আশা বেড়েছে পাকিস্তানের। অধিনায়ক বাবর আজম (Babar Azam) গোটা টুর্নামেন্ট জুড়েই নিজের সেরা ফর্মের ঝলক দেখাতে ব্যর্থ হয়েছেন। শাহিন শাহ আফ্রিদিকেও তেমন বিধ্বংসী বোলিং করতে দেখা যায়নি। তবে তাঁর ঝুলিতে ১৬টি উইকেট রয়েছে। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ভাল পারফরম্যান্স এবং মহম্মদ ওয়াসিম জুনিয়রের রিভার্স স্যুইং পাকিস্তানের ফিকে দেখানো বোলিং বিভাগকে খানিকটা আত্মবিশ্বাস জোগাবে।
ফখর জামানও বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ব্যাট করেন। এমন পরিস্থিতিতে পাকিস্তান নাগাড়ে দ্বিতীয় ম্যাচ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে। পাকিস্তানের জয় এবং কিউয়িদের হার কিন্তু সেমির দৌড় জমিয়ে দিতে পারে। এই ম্যাচে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটতে পারে। তিনি ম্যাচের আগেরদিন অনুশীলন সেরেছেন। তবে তাঁকে খেলানো হবে কি না, সেটা আজই টসের সময় নির্ধারণ করা হবে। সবমিলিয়ে বেঙ্গালুরুএক জমজমাট লড়াইয়ের জন্য প্রস্তুত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -