ODI World Cup 2023 Live: ১৬৭ রানে গুটিয়ে গেল কিউয়িদের ইনিংস, ১৯০ রানের বিশাল ব্যবধানে জয় দক্ষিণ আফ্রিকার
ODI World Cup 2023, NZ vs SA: সম্পূর্ণ ফিট না হওয়ায় এই ম্যাচেও খেলতে পারছেন না কেন উইলিয়ামসন। তাঁর বদলে টম ল্যাথামই নিউজ়িল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন।
১৬৭ রানে শেষ হল নিউজিল্যান্ডের ইনিংস। ১৯০ রানে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা।
২৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান বোর্ডে তুলতে পারল কিউয়িরা। এখনও দক্ষিণ আফ্রিকার থেকে ২৫১ রান পিছিয়ে তারা।
কেশব মহারাজের বলে মাত্র ৭ রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন মিচেল স্যান্টনার।
নিউজিল্য়ান্ডের পঞ্চম উইকেটের পতন। ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ড্যারেল মিচেল।
নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। উইল ইয়ং, টম ল্যাথাম দুজনেই ফিরলেন পরপর।
নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। ৯ রান করে ইয়েনসেনের দ্বিতীয় শিকার হলেন রাচিন রবীন্দ্র। ৯ ওভারে ৪৫ রান বোর্ডে তুলে নিয়েছেন নিউজিল্যান্ড।
রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের একটি উইকেটের পতন। ডেভন কনওয়ে ফিরে গেলেন মার্কো ইয়েনসেনের বলে ক্যাচ আউট হয়ে।
৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ৩৫৭ রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা।
১৩৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ডুসেন। ফের তিনশোর গণ্ডি পেরলো দক্ষিণ আফ্রিকা।
নিজের শতরান পূরণ করলেন রাসি ভ্যান ডার ডুসেনও। চলতি বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন ডানহাতি প্রোটিয়া ব্যাটার।
১১৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ডি কক। সাউদির বলে ফিলিপ্সের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার।
চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার জার্সিতে নিজের ওয়ান ডে কেরিয়ারে ২১ তম শতরান হাঁকালেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার।
৩৪ ওভারে ১ উইকেট হারিয়ে বোর্ডে ১৮৮ রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ৯২ রান করে ক্রিজে আছেন কুইন্টন ডি কক। ৬৪ রান করে ক্রিজে আছেন রাসি ভ্যান ডার ডুসেন।
২৯তম ওভারে দক্ষিণ আফ্রিকা ১৫০ রানের গণ্ডি পার করল। ৩১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৬২/১। দাসেন ৫৩ ও ডি'কক ৭৭ রানে ব্যাট করছেন।
ইনিংসের মাঝপথে, ২৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৪/১। দাসেন ৩৬ ও ডি'কক ৫৭ রানে ব্যাট করছেন।
৬২ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন কুইন্টন ডি'কক। শতরানের গণ্ডিও পার করে ফেলল প্রোটিয়া দল। ২২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০৯/১।
১২তম ওভার এক উইকেট হারিয়ে অর্ধশতরানের গণ্ডি পার করল দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি'কক ১৮ ও ব়্যাসি ভান ডার দাসেন নয় রানে ব্যাট করছেন। ১২ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ৫৩/১।
নিউজ়িল্যান্ডকে প্রথম সাফল্য এনে দিলেন ট্রেন্ট বোল্ট। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমাকে ২৪ রানে ফেরালেন ট্রেন্ট বোল্ট।
বল হাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজ়িল্যান্ড শুরুটা বেশ ভালই করেছে। ছয় ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেট ২২ রান। ম্যাট হেনরি ১৭ রান খরচ করলেও, বোল্ট তিন ওভারে মাত্র চার রান খরচ করেছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতলেন নিউজ়িল্যান্ডের স্ট্যান্ড ইন অধিনায়ক টম ল্যাথাম। টস জিতে প্রথমে বল করবে কিউয়িরা।
প্রেক্ষাপট
পুণে: আগামীকাল বিশ্বকাপের আরও একটি গুরুত্বপূর্ণ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Maharashtra Cricket Association) মাঠে আগামীকাল মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড (South Africa vs New Zeland)। একটি দল বরাবর চোকার্স হিসেবেই পরিচিত বিশ্বে। তীরে এসে বারবার তরী ডোবার ইতিহাস রয়েছে প্রোটিয়া শিবিরের। অন্য একটি দল গতবারের রানার্স আপ। এবার দুর্দান্ত শুরু করলেও শেষ দুটো ম্যাচে হারতে হয়েছে তাঁদের। তবে ফের জয়ের সরণিতে ফিরতে মরিয়া নিউজিল্যান্ড (New Zeland)।
প্রথমে ব্য়াট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রায় প্রত্যেক ম্যাচেই তিনশো বা তার বেশি রান বোর্ডে তুলে দিচ্ছে। অন্যদিকে রান তাড়া করতে নেমে তাঁদের বারবার সমস্যায় পড়তে হচ্ছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে হারতে হয়েছে রান তাড়া করতে নেমে। পাকিস্তানের বিরুদ্ধে ১ উইকেটে জয় এসেছে কষ্টার্জিতভাবে। আবার কিউয়িরা রান তাড়া করতে নেমে দুর্দান্ত।
এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে একমাত্র ভারতের বিরুদ্ধে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। মোট ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা। অন্য়দিকে কিউয়িরা শেষ ২ ম্যাচে হেরেছে ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ৬ ম্য়াচে ৮ পয়েন্ট ঝুলিতে পুরেছে কিউয়ি বাহিনী। ২টো দলই সেমির দৌড়ে রয়েছে ভীষণভাবে। কাল যে জিতবে সেই দ্বিতীয় স্থানে উঠে আসবে।
এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে দু দলের সাক্ষাতে মোট ৭১ ম্যাচ হয়েছে। তার মধ্যে নিউজিল্যান্ড ২৫ ও দক্ষিণ আফ্রিকা ৪১ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ ব্যাটারদের জন্য খুবই ভালো। বোলাররা এখানে খুব বেশি সুবিধা করতে পারবেন না। এই মাঠে বড় রান করা খুব একটা কঠিন কাজ নয়। টস জিতলে যে কোনও অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবেন নিঃসন্দেহে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -