ODI World Cup 2023 Live: ইংল্যান্ডের পর আফগান কাঁটায় বিদ্ধ পাকিস্তান, বাবরদের কলঙ্ক উপহার দিলেন রশিদ-হাশমাতুল্লাহরা

ODI World Cup 2023, PAK Vs AFG: ওয়ান ডে ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ছিল পাকিস্তান। অবশেষে সেই রেকর্ড ভাঙল। প্রথমবার পাকিস্তানকে হারাল আফগানিস্তান।

ABP Ananda Last Updated: 23 Oct 2023 10:22 PM
ODI World Cup Live: বিশ্বকাপে ফের অঘটন

বিশ্বকাপে (ODI World Cup) ফের অঘটন। নেপথ্যে, ফের আফগানিস্তান। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে যারা ক্রিকেটবিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এবার বধ পাকিস্তান। তাও ৮ উইকেটে। কার্যত একপেশেভাবে। এবারের বিশ্বকাপে 'জায়ান্ট কিলার' তকমাটাও নিজেদের জার্সির পিঠে সেঁটে নিয়েছেন হাশমাতুল্লাহ শাহিদিরা।

PAK Vs AFG Live: ৪৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ আফগানিস্তানের

৪৫ বলে ৪৮ রানে অপরাজিত হাশমাতুল্লাহ শাহিদি। ৭৭ রানে অপরাজিত রহমত শাহ। ৪৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ আফগানিস্তানের। পাকিস্তান পরাজিত ৮ উইকেটে।

PAK Vs AFG Live: ম্যাচ জিততে ৩০ বলে আর ৩০ রান চাই আফগানিস্তানের

ক্রিজে জাঁকিয়ে বসেছেন রহমত আলি (৫৮ ব্যাটিং) ও হশমাতুল্লাহ শাহিদি (৩৫ ব্যাটিং)। ম্যাচ জিততে ৩০ বলে আর ৩০ রান চাই আফগানিস্তানের।

PAK Vs AFG Live Score: ৮৭ রানে ইব্রাহিমকে ফেরালেন হাসান আলি

৮৭ রানে ইব্রাহিমকে ফেরালেন হাসান আলি। ৩৭ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ২০৪/২। ম্যাচ জিততে আর ৭৮ বলে ৭৯ রান চাই আফগানদের।

PAK Vs AFG Live Score: ২৯ ওভারের শেষে আফগানিস্তানেরক স্কোর ১৭১/১

সেঞ্চুরির পথে ইব্রাহিম জাদ্রান। ৮০ রান করে ক্রিজে। সঙ্গী রহমত আলি। ২৯ ওভারের শেষে আফগানিস্তানেরক স্কোর ১৭১/১।

ODI World Cup 2023 Live: ৫৩ বলে ৬৫ রান করে ফিরলেন গুরবাজ়

হাফসেঞ্চুরি ইব্রাহিম ও গুরবাজ়ের। ৫৩ বলে ৬৫ রান করে ফিরলেন আইপিএলে কেকেআরে খেলা গুরবাজ। ২১.১ ওভারে আফগানিস্তানের স্কোর ১৩০/১।

PAK Vs AFG Live: ১২ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৭৫/০

পাক বোলিংয়ের ধার সামলে সাবলীল ব্যাটিং রহমানুল্লাহ গুরবাজ় ও ইব্রাহিম জাদ্রানের। ১২ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৭৫/০।

PAK Vs AFG Live Score: ৪ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ২৬/০

ভাল শুরু আফগান ওপেনারদের। ৪ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ২৬/০।

ODI World Cup Live: প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলল ২৮২/৭

৩৮ বলে ৪০ রান করলেন শাদাব। ২৭ বলে ৪০ রান ইফতিকার আমেদের। দুজনকেই শেষ ওভারে ফেরান নবীন উল হক। সব মিলিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলল ২৮২/৭।

PAK Vs AFG Live: বাকি পাঁচ ওভার

৪৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২২১/৫। ইফতিকার আট ও শাদাব খান ১৯ রানে ব্যাট করছেন। আর বাকি পাঁচ ওভারে কত রান তুলতে পারবে পাকিস্তান?

PAK Vs AFG Live Score: ১৫০-র গণ্ডি পার

৩২ ওভারে ১৫০ রানের গণ্ডি পার করে ফেলল পাকিস্তান। বাবর ৪৪ ও সৌদ শকিল ১৬ রানে ব্যাট করছেন। বর্তমানে পাকিস্তানের স্কোর ১৫১/২।  

PAK Vs AFG Live: বড় ধাক্কা

বড় ধাক্কা পাকিস্তান শিবিরে। মহম্মদ রিজওয়ানকে আট রানে এলবিডব্লু করলেন নুর আমেদ। তার ওভার দুই আগে সেট আব্দুল্লা শফিককে ৫৮ রানে আউট করেছিলেন এই নুরই। ২৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১২৬/৩।

PAK Vs AFG Live Score: শতরানের গণ্ডি পার

ব্যাট হাতে অর্ধশতরানের গণ্ডি পার করলেন শফিক। শতরানও করে ফেলল পাকিস্তান। ২০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১০০/১। 

PAK Vs AFG Live: অর্ধশতরানের দোরগোড়ায় শফিক

ফের একবার ব্যাট হাতে প্রভাবিত করছেন আব্দুল্লা শফিক। ৪৮ রানে ব্যাট করছেন তিনি। বাবর আজম অপরাজিত ২৫ রানে। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৯০/১।  

PAK Vs AFG Live Score: ভাল শুরু

ইনিংসের প্রথম চার ওভার দুই পাকিস্তান ওপেনার খানিকটা দেখে শুনে ব্যাটিং করলেও, নবীন উল হকের পঞ্চম ওভারে উঠল ১১ রান। ৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ২৬।

PAK Vs AFG Live: টস জিতল পাকিস্তান

পাকিস্তান অধিনায়ক বাবর আজম এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন।

প্রেক্ষাপট

চেন্নাই: প্রতিপক্ষের সবচেয়ে বড় শক্তি স্পিন আক্রমণ। যে বিভাগে রয়েছেন রশিদ খান, মুজিব উর রহমান, মহম্মদ নবির মতো তারকা। আর ত্রয়ীর বিরুদ্ধে পাকিস্তানের (PAK vs AFG) ব্যাটারদের পরীক্ষা এমন এক মাঠে, যেখানকার বাইশ গজে স্পিনারদের জন্য রসদ থাকে সব সময়ই।


সোমবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপে (ODI World Cup) আফগানিস্তানের মুখোমুখি পাকিস্তান। ভারত ও অস্ট্রেলিয়া - দুই দলের কাছে পরপর হারার পর সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে জয়ের সরণিতে ফেরা বাবর আজ়মদের কাছে অক্সিজেনের সমান। আপাতত ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। তবে বাবর আজ়মদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তাদের নেট রান রেট। -০.৪৫৬। চূড়ান্ত ল্যাপের সময় যা মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।



পাকিস্তানের সবচেয়ে বড় কাঁটা স্পিনারদের বিরুদ্ধে ব্যাটারদের ছন্দ। এমনকী, বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক পিচেও অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জ়াম্পা পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন। আর সেখানে আফগানিস্তানের প্রধান শক্তিই হল স্পিন বিভাগ। রশিদ-নবি-মুজিব ত্রয়ী বিশ্বের যে কোনও ব্যাটিংকে চাপে ফেলে দিতে পারে। পিচ থেকে সহায়তা পেলে হয়ে উঠতে পারে ভয়ঙ্কর।

 

বিশ্বকাপে রান নেই পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজ়মের। পাক শিবির চাইবে অধিনায়ক ছন্দে ফিরুন। পাশাপাশি ২৯৪ রান করে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী মহম্মদ রিজ়ওয়ানও নিজের ছন্দ বজায় রাখুন। পাক শিবিরের বড় উদ্বেগ সউদ শকিল-ইফতিকার আমেদের মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব। 


পাকিস্তানের বোলাররাও আশানুরূপ ছন্দে নেই। এমনিতেই বিশ্বকাপের আগে নাসিম শাহর ছিটকে যাওয়ার ধাক্কা ছিল। তার ওপর ছন্দে নেই হ্যারিস রউফও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শাহিন শাহর আফ্রিদি ৫ উইকেট পেলেও, নতুন বলে নজর কাড়তে ব্যর্থ। হাসান আলিও বিবর্ণ। সবচেয়ে দুরাবস্থা স্পিনারদের। শাদাব খান ও উসামা মীর একেবারেই দাগ কাটতে পারছেন না। তাঁরা না পারছেন রান আটকাতে, না উইকেট তুলতে। যে ফাঁক কাজে লাগাতে চাইবে আফগানিস্তান।


তবে রহমানুল্লাহ গুরবাজ় ছাড়া আফগান ব্যাটারদের কেউই ছন্দে নেই। ইক্রাম অলিখিল, আজ়মাতুল্লাহ ওমরজ়াই ও হাশমাতুল্লাহ শাহিদির প্রতিভা নিয়ে কারও সন্দেহ নেই। কিন্তু বড় মঞ্চে পারফর্ম করার চাপ সামলে নিজেদের মেলে ধরতে হবে। ওয়ান ডে ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে এখনও অপরাজিত পাকিস্তান। সাতবারের সাক্ষাতে সাতবারই জিতেছে পাকিস্তান। এবারও কি সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকবে?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.