নয়াদিল্লি: ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ (ODI World Cup 2023) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। জোরকদমে চলছে বিশ্বকাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে নিজেদের বিশ্বকাপের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া (Australian Cricket Team)। ১৫ জনের প্রাথমিক দলে মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) না থাকলেও, বিশ্বকাপে তিনি সুযোগ পেতে পারেন বলে জল্পনা চলছিলই। হলও তাই। বিশ্বকাপের দলে সুযোগ পেলেন লাবুশেন।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ট্র্যাভিস হেডের (Travis Head) হাতে চোট লাগে। তাঁর হাতে চিড় ধরেছিল। আশঙ্কা করা হচ্ছিল তাঁকে অস্ত্রোপ্রচার করাতে হতে পারে। তাঁর বদলেই সেক্ষেত্রে মার্নাস দলে সুযোগ পেতে পারতেন। তবে হেডের অস্ত্রোপ্রচার করানোর প্রয়োজন নেই। তিনি টুর্নামেন্টের প্রথমার্ধে খেলতে পারবেন না বটে, তবে গোটা বিশ্বকাপ থেকে ছিটকে যাননি তিনি। তাঁকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে খেলবেন তিনি। 


লাবুশেন সুযোগ পেলেন অ্যাস্টন অ্যাগারের বদলে। তারকা অজ়ি অলরাউন্ডারের কাফ পেশিতে চোট লেগেছে। সেই চোটের জেরেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল অ্যাগারকে। মূলত বোলিং অলরাউন্ডার অ্যাগারের বদলে লাবুশেন সুযোগ পাওয়ায় অস্ট্রেলিয়ার ব্যাটিং যে আরও শক্তিশালী হল, তা বলাই বাহুল্য। ৮ অক্টোবর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়েই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।


 






তবে সেই ম্যাচের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। ৩০ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম প্রস্তুতি ম্যাচ। ৩ অক্টোবর হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন অজ়িরা।


প্রসঙ্গত, আজ অজ়িদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারতীয় দলেরও ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ১৫ জনের দল থেকে টিম ইন্ডিয়াও নিজেদের ফাইনাল দলে এক বদল ঘটিয়েছে। অক্ষর পটেলের বদলে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ অফস্পিনার আর অশ্বিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কবে ক্রিকেট থেকে অবসর নেবেন, নিজেই জানালেন শাকিব আল হাসান