নয়াদিল্লি: রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের (IND vs SA) আগেই ভারতীয় শিবিরে (Indian Cricket Team) বিরাট দুঃসংবাদ। শনিবারই, বিসিসিআইয়ের তরফে জানানো হয় হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) গোড়ালির চোট সারিয়ে উঠতে পারেননি। তাই তাঁকে গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হল। তাঁর বদলে মেগা টুর্নামেন্টে ভারতীয় দলে প্রসিদ্ধ কৃষ্ণকে (Prasidh Krishna) ডেকে নেওয়া হয়েছে। তবে এই বদলিতে নেটিজেনরা অনেকেই প্রশ্ন তুলেছেন।
হার্দিক ছয় নম্বরে ব্যাটিং করতেন তো বটেই, পাশাপাশি চতুর্থ ফাস্ট বোলার হিসাবে হাত ঘুরিয়ে এই টুর্নামেন্টেই ভারতকে সাফল্যও এনে দিয়েছেন। তাই দলের ভারসাম্য বজায় রাখতে তিনি অপরিহার্য। দুর্ভাগ্যজনকভাবে তাঁকে আর বাকি টুর্নামেন্টে পাওয়া যাবে না। তাঁর বদলে তরুণ ফাস্ট বোলার কৃষ্ণকে বেছে নেওয়া হয়েছে। নেটিজেনদের অনেকেরই প্রশ্ন অলরাউন্ডার হার্দিকের বদলে কেন বোলার প্রসিদ্ধ বেছে নেওয়া হয়েছে।
এক্ষেত্রে অক্ষর পটেল, দীপক চাহার, ওয়াশিংটন সুন্দরদের নাম উঠে আসছে। অক্ষর ভারতের প্রাথমিক বিশ্বকাপ দলের অংশ থাকলেও, সময়ে চোট না সারায় তাঁকে দল থেকে বাদ দিয়ে আর অশ্বিনকে সুযোগ দেওয়া। ওয়াশিংটন সুন্দরও ভারতীয় দলে নিয়মিত। দীপক চাহার বেশ কিছুদিন চোটের কারণে মাঠের বাইরে থাকলেও, তিনি নতুন বল হাতে বিশেষ করা দারুণ দক্ষ। পাশাপাশি ব্যাট হাতেও তাঁর আন্তর্জাতিক মঞ্চে অর্ধশতরানও রয়েছে। সেইসব উপেক্ষা করে প্রসিদ্ধ সুযোগ পাওয়ার ফলেই উঠছে প্রশ্ন।
অবশ্য সবাই যে গোটা বিষয়ে নেতিবাচক তেমন নয়, অনেকেই আবার মনে করছেন যে প্রসিদ্ধ ব্যাট হাতে তেমন বড় রান না করলেও, তিনি বল হাতে গেমচেঞ্জার এবং তা দিয়েই তিনি নিজের ব্যাটিং দুর্বলটা ঢেকে দিতে পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: চিঠির পরেও অনুপস্থিত প্রতিনিধিরা, ফের সিএবি সভাপতি স্নেহাশিসকে নোটিস কলকাতা পুলিশের