আমদাবাদ: ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) মানেই রোমহর্ষক ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই। লড়াইটা শুধু ২২ গজেই সীমাবদ্ধ থাকে না, সোশ্যাল মিডিয়াতেও তাঁর রেশ নজরে পড়ে। শনিবার বিশ্বকাপে (ODI World Cup 2023) ভারত-পাকিস্তান ম্যাচের পরেও এমন এক সোশ্যাল মিডিয়ার লড়াই চোখে পড়ল। সেই লড়াই দুই দেশের দুই আইকন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও শোয়েব আখতারের (Shoaib Akhtar)।


নিজেদের দিনে শোয়েবের আগুনে বোলিংয়ের বিরুদ্ধে সচিনের ব্যাটিংয়ের লড়াইয়ের দিকে সকলেরই নজর থাকত। তবে দুইজনই ক্রিকেটার হিসাবে ২২ গজকে বেশ কয়েক বছর আগেই আলবিদা জানিয়েছেন। শনিবার সোশ্যাল মিডিয়া সাক্ষী হয়ে থাকল তাঁদের বাগযুদ্ধের। ভারত-পাক ম্যাচের আগেরদিনই সোশ্যাল মিডিয়ায় শোয়েব একটি ছবি শেয়ার করেন। সেই ছবিতে, শোয়েবকে সচিনের উইকেট ভেঙে হাত ছড়িয়ে উচ্ছ্বাসে মাততে দেখা যায়। শোয়েব পোস্টটিতে লেখেন, 'কাল এমন কিছু করতে হলে শান্ত থাক।'


ম্যাচ শেষে ভারতের জয়ের পর সেই পোস্টটির জবাবে সচিন লেখেন, 'বন্ধু, তোমার উপদেশ অনুসরণ করেই সবকিছু শান্ত করে দিয়েছি।' উইকেট নেওয়ার পর শোয়ব আখতারের দুই হাত ছড়িয়ে বিমানের মতো করে উড়ে যাওয়ার ভঙ্গিতে সেলিব্রেশন করা বেশ বিখ্যাত ছিল। সেইমতোই এই ম্যাচেও কিন্তু ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরাকেও উইকেট নিয়ে হাত ছড়িয়ে আনন্দ উদযাপন করতে দেখা যায়। এদিন নিজের সাত ওভারে ১৯ রানের বিনিময়ে দুই উইকেট নেওয়ায় তিনিই ম্যাচ সেরা নির্বাচিত হন।


 



 


বল হাতে বুমরা বাদেও হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজা দুইটি করে উইকেট নেন। ১৯১ রানেই পাকিস্তানকে অল আউট করে দেয় ভারত। পাক দল মাত্র ৩৬ রানের ব্যবধানে নিজেদে শেষ আট উইকেট হারায়। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বিধ্বংসী মেজাজে ছিলেন। তিনি মাত্র ৬৩ বলে ৮৬ রানের একটি ইনিংস খেলেন। ফলে ১১৭ বল বাকি থাকতেই সাত উইকেটে পাকিস্তানকে হেলায় হারিয়ে চলতি বিশ্বকাপে নাগাড়ে নিজেদের তৃতীয় ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচ শেষেই বাবর আজমকে বিশেষ উপহার দিলেন বিরাট কোহলি