আমদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও পাকিস্তান (IND vs PAK) বিশ্বকাপের (ODI World Cup 2023) ম্যাচ খেলতে নেমেছিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই টানটান উত্তেজনা, রক্তচাপ বাড়িয়ে দেওয়ার মতো লড়াই। তবে ২২ গজের লড়াই শেষে যে দুই দলের তারকাদের মধ্যেকার সম্পর্ক বেশ মিষ্টিমধুর, তা অতীতে বারংবার দেখা গিয়েছে। শনিবাসরীয় নরেন্দ্র মোদি স্টেডিয়াম ফের একবার সেই দৃশ্যের সাক্ষী হয়ে থাকল।


এদিন ম্যাচ শেষেই দুই দলের দুই মহাতারকা বাবর আজম (Babar Azam) ও বিরাট কোহলি (Virat Kohli) একে অপরের সঙ্গে দেখা করেন। দুইজনকে বেশ খানিকটা সময় কথা বলতেও দেখা যায়। এরই ফাঁকে পাকিস্তান অধিনায়ক বাবরের হাতে দুইটি সই করা জার্সি তুলে দেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ঘটনাটির ভিডিও বেশ ভাইরাল হয়েছে। অতীতে বিরাটের খারাপ ফর্মের সময় বাবরকে তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল। দিনকয়েক আগেই বাবরকে বর্তমান বিশ্বে তিন ফর্ম্যাট মিলিয়ে সেরা ব্যাটারের আখ্যা দিয়েছিলেন কোহলি। আজকের ঘটনায় ফের একবার দুই তারকার অপরের প্রতি সম্মান ও দুইজনের বন্ধুত্বের ছবি ফুটে উঠল।


 






 


প্রসঙ্গত, ম্যাচের শুরুতে কোহলি কিন্তু রোহিত, বুমরাদের থেকে পৃথক জার্সি পরে মাঠে নেমেছিলেন। বাকি ক্রিকেটারদের কাঁধে তেরঙ্গা স্ট্রাইপ থাকলেও, কোহলির জার্সির কাঁধে তিনটি সাদা স্ট্রাইপ ছিল। অবশ্য দ্রুতই এই বিষয়ে অবগত হওয়ার পর কোহলি নিজের জার্সি বদল করে নেন।


এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা, উন্মাদনা থাকলেও, তা অবশ্য ২২ গজের লড়াইয়ে দেখা গেল না। কার্যত একপেশে এক ম্যাচে পাকিস্তানকে পর্যুদস্ত করল ভারতীয় দল। পাকিস্তান মাত্র ১৯১ রানে অল আউট হওয়ার পরে রোহিত শর্মার বিধ্বংসী ৮৬ রানের ইনিংসে ভর করে ভারতীয় দল ১১৭ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: জাডেজার বোলিং দেখেই রিজওয়ানকে আউট করার পরিকল্পনা বানিয়েছিলেন, ম্যাচ সেরা হয়ে জানালেন বুমরা