মুম্বই: ৫০ ওভারের বিশ্বকাপ (ODI World Cup 2023) শুরু হতে আর মাস দু'য়েকও বাকি নেই। ইতিমধ্য়েই সব দল নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে বিশ্বকাপের আগেও ফের একবার চর্চায় ভারতীয় দলের (Indian Cricket Team) চার নম্বর ব্যাটিং পজিশন। দীর্ঘ চোট সারিয়ে এশিয়া কাপেই প্রত্যাবর্তন ঘটাবেন সাম্প্রতিক সময়ে ভারতীয় মিডল অর্ডারের দুই স্তম্ভ কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার। তাঁদের ম্যাচ ফিটনেস নিয়ে উদ্বেগে অনেকেই। তবে চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে বেশি ভাবনাচিন্তা করতে নারাজ প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সৌরভের দাবি একা চার নম্বর পজিশনে নেমে কেউ ভারতকে বিশ্বকাপ জেতাতে পারবেন না। তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'আমি শুনলাম যুবরাজের পর আমরা আর ভাল চার নম্বর ব্যাটার পাইনি। আমার অধিনায়ক থাকার সময় তো যুবরাজ ছয়ে ব্যাট করত। ধোনির সময় ও চার বা পাঁচে নামতে শুরু করে। আবার বিশ্বকাপ ফাইনালে ধোনি নিজে চারে নেমে ম্যাচ জিতিয়েছিল। তাই চার নম্বর নির্দিষ্ট একজনই খেলবে, এমন তো নিয়ম নেই। চার নম্বরে যে ব্যাটে নামবে, সে একাই বিশ্বকাপ জিতিয়ে দেবে, এটাও হয় না। খালি তাকে কয়েকটা ম্যাচে পরপর একটু সুযোগ দেওয়ার প্রয়োজন।'
তিনি আরও যোগ করেন, 'চার নম্বরটা একটা সংখ্যা মাত্র। যে কেউ সেখানে খেলতে পারে। এই নির্দিষ্ট ব্যাটি পজিশন কারুরই থাকে না। কেউ ওপেনার, তিন নম্বর, চার নম্বরে আজীবন ব্যাট করবে, তা হয় না। আমি তো মিডল অর্ডারে কেরিয়ারের শুরুর দিকে ব্যাট করতাম, কিন্তু পরে ওপেনার হিসাবে খেলি। সচিন ছয়ে ব্যাট করত। তারপর ওকে ওপেন করতে বলা হয়। তাই যে কেউ যে কোনও স্থানে ব্যাট করতে পারে। সেই নিয়ে এত চিন্তা করার কিছু নেই।'
আসন্ন বিশ্বকাপে ভারতের হয়ে চার নম্বরে কারা ব্যাট করতে পারেন? এই প্রশ্নের জবাবে সৌরভ বিকল্প হিসাবে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারদের নাম বলেন। 'বিরাট কোহলি চার নম্বরে ব্যাট করতে পারে। (বিকল্প হিসাবে) কেএল রাহুল রয়েছে, শ্রেয়স আইয়ার রয়েছে। ভারতীয় দলে প্রতিভার অভাব নেই। আমাদের সমস্যা হল আমাদের প্রয়োজনের থেকে অনেক বেশিই রয়েছে। বাড়তি বিকল্প থাকাও অনেক সময় সমস্যা তৈরি করে। আমরা মনে হয় রাহুল (দ্রাবিড়) ও রোহিতের (শর্মা) বসে একজনকে চার নম্বরের জন্য বেছে নেওয়া উচিত এবং তাকে বিশ্বকাপ পর্যন্ত সেই স্থানে খেলিয়ে পরখ করে দেখা উচিত। তবে একটা ব্যাটিং পজিশন তেমন কিছুই বদলে যায় না।', দাবি সৌরভের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এশিয়া কাপের দল থেকে বাদ পড়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট চাহালের, নিশানায় রোহিত?