ডাবলিন: চলতি আয়ারল্যান্ডের সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য এক তরুণ টিম ইন্ডিয়াকে (Team India) পাঠানো হয়েছে। রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যদের অনুপস্থিতিতে যশপ্রীত বুমরা এই সিরিজ়ে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন। সেই সিরিজ়েই বুমরার ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad)। তিনিই আবার আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। রুতুরাজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচ শেষে অধিনায়কত্ব নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন।


দীর্ঘদিন ধরেই রুতু চেন্নাই সুপার কিংসের অঙ্গ। আইপিএলের সুবাদেই সিএসকেতে মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) তত্ত্বাবধানে খেলতে পারেন। রুতুরাজের দাবি অধিয়াকত্ব করাটা বেশ জটিল। তবে তাঁকে ধোনি যা পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শই অনুসরণ করতে চান তিনি। রুতুরাজ বলেন, 'আমার মতে নেতৃত্ব দেওয়ার বিষয়টা খুবই জটিল। মাহি ভাই (মহেন্দ্র সিংহ ধোনি) কিন্তু সবসময় একটি ম্যাচ ধরেই এগোনোর পরামর্শ দিয়ে থাকেন। ভবিষ্যতের কথা না ভেবে, বর্তমানে থাকতে বলেন। আমি সোশ্যাল মিডিয়া খুব একটা ফলো করি না, তাই আমায় নিয়ে কে কী বলছে, তা তেমন চোখেও পড়ে না। সিএসকেতে খেলে তো আমি এটাই শিখেছি। মাঠে নিজের সেরাটা দেব, কিন্তু বাড়ি ফেরার পর বন্ধুদের সঙ্গে বাকি সময়টা উপভোগও করব।'


রুতুরাজের মতে অধিনায়কের সবচেয়ে বড় দায়িত্ব হল দলের খেলোয়াড়দের পাশে থাকা, তাদের আত্মবিশ্বাস বাড়ানো। 'বাকিরা কী ভাবছে, কেমন অনুভব করে সেটা উপলব্ধ করে সেইমতো সিদ্ধান্ত নেওয়াটা নিশ্চিত করতে হবে। অনেক সময় খেলোয়াড়রা, তা তিনি ব্যাটার হন বা বোলার, নিজেরাই পরিকল্পনা তৈরি করে রাখেন। তাই সেই সময় ওদের চিন্তাধারা সমর্থন করাটা প্রয়োজনীয় বলে আমার মনে হয়। কিছু ভুল ত্রুটি হলে তো ম্যাচের পর সেই বিষয়ে আলাপ আলোচনা করার সুযোগ সুবিধা রয়েইছে' বলেন রুতু।


প্রসঙ্গত, রুতু আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫৮ রানের একটি ঝাঁ চকচকে ইনিংস খেলেন। জাতীয় দলের জার্সিতে তাঁর পারফরম্যান্স নিয়ে অতীতে সমালোচনা হয়েছে বটে। তবে এই ইনিংসের মাধ্যমে তাঁর দক্ষতা সকলের সামনেই ফুটে উঠল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: এশিয়া কাপে নেই পন্থ, বিশ্বকাপের দলে কি থাকবেন তিনি? কী আপডেট দিলেন রোহিত?