বেঙ্গালুরু: গোটা বিশ্বকাপ (ODI World Cup 2023) জুড়েই তাঁকে বোলিং করানোর জন্য গ্যালারি থেকে অনুরোধ করছিলেন সমর্থকরা। বিশ্বকাপে তাঁকে বোলিং করতে দেখা যেতে পারে বলে পূর্বাভাসও দিয়েছিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। সেই মতোই বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED) বল হাতে দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli)। শুধু বল করাই নয়, উইকেটও পেলেন বিরাট।


হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় দল পাঁচটি বোলার নিয়ে বাকি টুর্নামেন্ট খেলবে বলে আগেই জানিয়েছিলেন রাহুল দ্রাবিড়। তবে ভুল ফুটে ইনসুইং বল করা এক বোলারকে অর্থাৎ বিরাট কোহলিকে ষষ্ঠ বোলারের ভূমিকায় দেখা যেতে পারে বলেছিলেন দ্রাবিড়। সেইমতোই গ্যালারিভর্তি দর্শকদের প্রবল উচ্ছ্বাসের মাঝে বল হাতে তুলে নেন বিরাট কোহলি। তিনি নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে সাজঘরে ফেরান। লেগ সাইডের দিকে যাওয়া বলে এডওয়ার্ডস ফ্লিক করতে গিয়েই কিপার রাহুলের দস্তানায় ধরা দেন। ১৭ রানে ফিরতে হয় তাঁকে।  


 






 


উইকেট নিয়ে কোহলির উচ্ছ্বাস ছিল চোখে পড়ার। কোহলির সঙ্গে গোটা ভারতীয় দলও আনন্দে মাতে। এই ম্যাচ দেখতে আবার চিন্নাস্বামীর গ্যালারিতে কোহলি-পত্নী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মাও (Anushka Sharma) উপস্থিত ছিলেন। কোহলি উইকেট নিতেই তিনিও সিট ছেড়ে দাঁড়িয়ে দুই হাত ছুড়ে উচ্ছ্বাসে ভাসেন। আনন্দে আত্মহারা কোহলি ও অনুষ্কার এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এটিই বিশ্বকাপের ইতিহাসে বিরাট কোহলির প্রথম উইকেট।


ম্যাচে বিরাট বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অর্ধশতরানের ইনিংস খেলেন। প্রত্যাশা ছিল বিরাট এই ম্যাচেই প্রথম ব্যাটার হিসাবে শতরানের হাফ সেঞ্চুরি হাঁকাবেন। তা হয়নি বটে। ৫১ রানের ইনিংস খেলেন তিনি। এই নিয়ে এবারের বিশ্বকাপে সপ্তমবার (দুই শতরান, পাঁচটি অর্ধশতরান) ৫০ রানের গণ্ডি পার করলেন, যা কোনও ব্যাটারের যুগ্মভাবে সর্বকালের সর্বোচ্চ। সচিন তেন্ডুলকর ২০০৩ বিশ্বকাপ এবং শাকিব আল হাসান ২০১৯ সালের বিশ্বকাপে সাত বার অর্ধশতরানের গণ্ডি পার করেছিলেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ব্যাটিং অর্ডারের চারে অপরিহার্য শ্রেয়স, বাইশ গজে শাসন দেখে বলছেন কেকেআর কোচ