চেন্নাই: মতান্তরে বর্তমান বিশ্বের সেরা বিরাট কোহলি (Virat Kohli)। কেন তাঁকে সেরাদের মধ্যে গণ্য করা হয়, ভারত-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ (ODI World Cup 2023) ম্যাচে (IND vs AUS) ফের একবার তা প্রমাণিত হয়ে গেল। রবিবাসরীয় চিপক কোহলি 'মাস্টারক্লাস'র সাক্ষী হয়ে থাকল। ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে গুরুত্বপূর্ণ অক্সিজেন প্রদান করেন কোহলি। কেএল রাহুলের সঙ্গে ১৬৫ রানের দুরন্ত পার্টনারশিপে ভারতকে জয় এনে দেন কোহলি।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০ রান তাড়া করতে নেমে দুই রানে তিন উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে কোহলি ও রাহুলই দলকে জয় এনে দেন। রাহুল ৯৭ রানে অপরাজিত থাকলেও, কোহলি কেরিয়ারের ৪৮তম ওয়ান ডে শতরান হাতছাড়া করেন। ১১৬ বলে ৮৫ রান করে সাজঘরে ফেরেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। শতরান হাতছাড়া করে স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন কোহলি। সম্প্রতি সাজঘরে হতাশ কোহলির এক ভিডিও ভাইরাল হয়েছে।


 






সেট কোহলি জস হ্যাজেলউডের শর্ট বল পুল করতে গিয়ে মিড উইকেটে মার্নাস লাবুশেনের হাতে ধরা দেন। আউট হয়ে দৃশ্যতই হতাশ খানিকক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকার পরে মাথা নাড়তে নাড়তে সাজঘরের দিকে ফেরেন। সাজঘরে ফেরার পর ক্যামেরায় তাঁকে ধরা হলে কোহলিকে হতাশায় বারংবার মাথা চাপড়াতে দেখা যায়। তবে কোহলি আউট হলেওষ ভারতের ম্যাচ জিততে আর বেশি কসরত করতে হয়নি। ১৪ বল পরেই ম্যাচ জিতে যায় ভারত। 


শতরান হাতছাড়া করে হতাশ হলেও, ম্যাচের শেষে কিন্তু কোহলির মুখে হাসি ফেরে। বিসিসিআইয়ের পোস্ট করা আরেকটি ভিডিওতে উচ্ছ্বসিত কোহলিকে হাসিমুখে টি দিলীপের হাত থেকে সোনার পদক নিতে দেখা যায়। ভারতীয় ফিল্ডিং কোচ টি দিলীপ (T Dilip) কোহলিকে সেরা ফিল্ডিংয়ের জন্য সোনার পদক পুরস্কার দেন। 


টি দিলীপ বলেন, 'আজকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে শ্রেয়স আইয়ার ডাইভ মেরে দুরন্ত ফিল্ডিং করেছে। তবে আমরা সবসময় ধারাবাহিকতার কথা বলে থাকি। তাই শুধু একটি ক্যাচ নয়, গোটা ম্যাচ জুড়ে পারফরম্যান্সটাই বেশি গুরুত্বপূর্ণ। শুধু নিজে ভাল ফিল্ডিং করাই নয়, ব্যাকআপ করা এবং সতীর্থদের উজ্জীবিত করাটাও সমান গুরুত্বপূর্ণ। তাই আমার মতে এই পুরস্কারটা বিরাটের পাওয়া উচিত।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: অস্ট্রেলিয়া ম্যাচ শেষেই সোনার পদক পেলেন বিরাট কোহলি