মুম্বই: ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের (2027 ODI World Cup) এখনও ঢের দেরি। কিন্তু ভারতীয় দলে দুই তারকা ক্রিকেটারকে নিয়ে আলোচনার শেষ নেই। বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুই তারকা ক্রিকেটার কি আদৌ সুযোগ পাবেন বিশ্বকাপে? এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন। কিন্তু তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur) নিজে মরিয়া দু বছর পরে বিশ্বকাপের স্কোয়াডে নিজের জায়গা পাকা করার জন্য।
শেষবার ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল শার্দুলকে। এরপর থেকে আর পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে আর খেলতে দেখা যায়নি শার্দুলকে। টিম কম্বিনেশন থেকে শুরু করে নিজের বিশ্বকাপে খেলার লক্ষ্য প্রসঙ্গে শার্দুল বলছেন, ''এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিনিয়ত উন্নতি করে যেতে হবে। ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেতে হলে প্রতি ম্য়াচে উন্নতি করে যেতে হবে।"
পেসার অলরাউন্ডার শার্দুল মনে করেন দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ হওয়ায় আট নম্বর পজিশনে পেসার অলরাউন্ডারের প্রয়োজনীয়তা থাকবে। মুম্বই অলরাউন্ডার বলছেন, ''যদি দলের আমাকে প্রয়োজন হয়, আমি রাতের মধ্য়েই যোগ দিতে প্রস্তত।'' এই মুহূর্তে রঞ্জি ট্রফিতে মুম্বই শিবিরের অধিনায়কত্ব করছেন শার্দুল। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে যশস্বী জয়সওয়ালকেও দেখা যাবে মুম্বইয়ের জার্সিতে খেলতে।
আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে চলা মুম্বই বনাম রাজস্থান ম্য়াচে খেলতে দেখা যাবে জয়সওয়ালকে। অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি ফিরেছেন জয়সওয়াল। সেখানে ওয়ান ডে স্কোয়াডে ছিলেন জয়সওয়াল। যদিও একটিও ম্য়াচে খেলার সুযোগ পাননি তরুণ বাঁহাতি ওপেনার। আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে নামার প্রস্তুতি সারবেন জয়সওয়াল। তার আগেই তাই রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে তরুণ ব্যাটারকে। জয়সওয়াল যদি খেলেন, তবে মে মাসের পর প্রথমবার মুম্বইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে। এর আগে গোয়ার হয়ে খেলার জন্য এনওসি চেয়েছিলেন। সেই সময় কানাঘুষো শোনা গিয়েছিল যে অজিঙ্ক রাহানের সঙ্গে দূরত্ব বেড়েছে জয়সওয়ালের। যদিও রাহানে এখন আর ক্যাপ্টেন নন, আর এই বিষয় দুজনের কেউই মুখ খোলেননি কখনও। যদিও এরপর মুম্বইতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন জয়সওয়াল।
মুম্বই দলের হয়ে ছত্তিশগড়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অজিঙ্কা রাহানে। তিনি ১৫৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। তাঁকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে।