লন্ডন: দীর্ঘদিন ধরেই তাঁর ব্যাটে রান ছিল না। সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তবে অবশেষে ফর্মে ফিরলেন অলি পোপ (Ollie Pope)। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টে (ENG vs SL 3rd Test) অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন অধিনায়ক। আর এই সেঞ্চুরিতেই ভেঙে গেল প্রায় দেড় শতকের পুরনো রেকর্ড।
এক দুরন্ত কভার ড্রাইভ বল বাউন্ডারি লাইন স্পর্শ করলেই উচ্ছ্বাসে চিৎকার করে ওঠেন পোপ। ইংল্যান্ডের সাজঘরে জো রুট, বেন স্টোকসদের সেলিব্রেশন দেখেই বোঝা যায় পোপের সেঞ্চুরি ইংল্যান্ডের সাজঘরের জন্যও কতটা স্বস্তিদায়ক। আন্তর্জাতিক টেস্টে ক্রিকেটের আঙিনায় এটা রুটের সপ্তম শতরান। টেস্টে এই সেঞ্চুরির জেরেই পোপ এমন এক রেকর্ড গড়লেন, যা ডন ব্র্যাডম্যান, সচিন তেন্ডুলকরেরও অধরা। ইংল্যান্ডের তারকা ব্যাটার নিজের প্রথম সাত টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন সাতটি ভিন্ন দেশের মাধ্যমে।
পোপ দক্ষিণ আফ্রিকা, নিউজ়িল্যান্ড, পাকিস্তান, আয়ার্ল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। তিনি শেষমেশ ১৫৬ বলে ১৫৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। বিশ্ব ফার্নান্দোর বলে শেষমেশ আউট হন পোপ। তবে পোপের ১৫৪ বাদে কেবল বেন ডােকেটই ইংল্যান্ডের হয়ে ৮৬ রানের ইনিংস খেলেন, তাছাড়া আর কেউ কুড়ি রানের গণ্ডিও পার করতে পারেননি। শেষমেশ ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩২৫ রানে। শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট নেওয়া মিলন রত্নায়েকে দলের সফলতম বোলার।
এই অনবদ্য সেঞ্চুরির আগে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ়ের বাকি চার ইনিংসে পোপের সংগ্রহ ছিল যথাক্রমে ছয়, ছয় এক ও ১৭। সুতরাং, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে পোপ চাপে ছিলেন। তাঁকে স্টোকসের বদলি হিসাবে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ারও কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে নিজের সমালোচকদের চুপ করাতে সক্ষম হলেন তিনি।
এই ম্যাচেই এক অভিনব ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। নিজের আগুন গতির বোলিংয়ের জন্য বিখ্যাত মার্ক উড। তিনিই কি না স্পিন বোলিং করলেন। আসলে খারাপ আলোর জেরে জোরে বোলিং করলেই খেলা বাধ্য হয়েই বন্ধ করতে হত। সেই কারণেই স্পিন বোলিং করলেন উড। ফাস্ট বোলারের স্পিন বোলিং করার ঘটনা এই প্রথম না হলেও, এই ঘটনা কিন্তু বেশ বিরল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দলীপ ট্রফির ম্যাচে কেএল রাহুল মাঠে নামতেই উঠল 'আরসিবি অধিনায়ক' রব