লিমা: অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World U20 Athletics Championship) নজির ভারতের তরুণীর। মহিলাদের ১০০০০ মিটার রেস ওয়াক প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতলেন আরতি।  ১৭ বছরের এই কিশোরী ৪৪.৩৯.৯৯ সময়ে দৌড় শেষ করে ব্রোঞ্জ ঝুলিতে পুরে নিয়েছেন। চ্যাম্পিয়নশিপের শেষ দিকে পদক নিশ্চিত করেন আরতি। এর আগে তার নিজেরই জাতীয় রেকর্ড ছিল ৪৭.২১.০৪ সময়ে দৌড় শেষ করা। গত মার্চ মাসে লখনউয়ে জাতীয় ফেডারেশন কাপে অংশ নিয়ে সোনা জিতেছিলেন আরতি। এবার সেই রেকর্ডকেও ছাপিয়ে গেলেন এই কিশোরী।  চিনের ঝুমা বাইমা ৪৩.২৬.৬০ সময়ে দৌড় শেষ করে সোনা জিতেছেন। চিনেরই আরেক প্রতিযোগী মেলিং চেন ৪৪.৩০.৬৭ সময়ে দৌড় শেষ করেন। 


শুধুমাত্র রেস ওয়াকেই নয়। হাইজাম্পেও জাতীয় রেকর্ড ভেঙেছেন ভারতের পূজা সিংহ। ১.৮৩ মিটার দূরত্বে লাফ দিয়েছেন পূজা। গ্রুপ বি-তে কোয়ালিফিকেশন রাউন্ডে দ্বিতীয় ও সব মিলিয়ে নবম স্থানে শেষ করে ফাইনালে প্রবেশ করেছেন পূজা। উল্লেখ্য, গত বছর কোরিয়াতে ১.৮২ মিটার দূরত্বে লাফ দিয়ে এই চ্যাম্পিয়নশিপের মঞ্চ থেকেই রুপো জিতেছিলেন পূজা। এবার নিজের সেট করা সেই রেকর্ডও ভেঙে দিলেন পূজা। 


এদিকে, প্যারিস প্যারালিম্পিক্সে ভারত ইতিহাস গড়েছে। প্যারালিম্পিক্সের ইতিহাসে প্যারিসেই ভারতীয় অ্যাথলিটদের সর্বকালের সবচেয়ে বড় দল অংশ নিতে চলেছে। এবারের প্যারালিম্পিক্সে ৮৪ জন ভারতীয় অ্যাথলিটকে দেশকে পদক এনে দেওয়ার লক্ষ্যে প্যারিসে নামতে চলেছেন। ১২টি ভিন্ন ক্রীড়াবিভাগে ভারতীয় তারকারা অংশ নিচ্ছেন। ইভেন্টের দ্বিতীয় দিনেই নিজের সাফল্যের ধারা বজায় রেখেছেন অবনী লেখারা। এর সঙ্গে সঙ্গে ২২-এর এই শ্যুটার ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন। এই স্বর্ণপদকের আগে, ২০২০-র টোকিও প্যারালিম্পিক্সেও নিজের ক্যাটেগরিতে শীর্ষ পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি। অর্থাৎ, এই মুহূর্তে তাঁর ঝুলিতে ২টি সোনার পদক। এর সঙ্গে সঙ্গে প্যারালিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসাবে তিনি ২টি স্বর্ণ পদক জিতলেন। আর সার্বিক বিচারে দেখলে, তিনি দ্বিতীয় ভারতীয় যিনি, প্যারালিম্পিক্সে একাধিক সোনার পদক জিতলেন। এর আগে জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া ২টি স্বর্ণ পদক জিতেছিলেন। ২০০৪-এর এথেন্সে ও ২০১৬-র রিও প্যারালিম্পিক্সে। প্যারালিম্পিক্সের ইতিহাসে এটা লেখারের তৃতীয় পদক। ২টি সোনা ছাড়াও, ২০২০-র টোকিও প্যারালিম্পিক্সে একটি ব্রোঞ্জ জিতেছিলেন অবনী। 


আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার পর সঙ্গী হুইল চেয়ার, ভুগিয়েছে গলব্লাডার অপারশেনও, কে এই সোনার মেয়ে অবনী?