নয়াদিল্লি: পহেলগাঁওয়ে (Pahalgam Attack) বেছে বেছে হিন্দুদের টার্গেট করে খুন করার ঘটনায় ইতিমধ্যে পাক-যোগের কথা উঠে আসছে। আর এই পরিস্থিতিতে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন পাকিস্তানের প্রাক্তন হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া (danish kaneria)। তিনি বললেন, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীর, সর্বত্র সেই হিন্দুদের নিশানা করার একই মানসিকতা।

পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের গুলি করে মেরেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এই প্রেক্ষাপটেই এই হামলার প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য়কর পোস্ট করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া! পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র দুজন হিন্দু টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। তাঁর মধ্য়ে দ্বিতীয় হলেন দানেশ কানেরিয়া। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সন্ত্রাস, মুর্শিদাবাদে হিন্দুদের ওপর আক্রমণের প্রসঙ্গ টেনে কানেরিয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'পহেলগাঁওয়ে আরেকটা নৃশংস হামলা। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীর, সেই হিন্দুদের টার্গেট করার একই মানসিকতা।' দানিশ কানেরিয়া আরও লিখেছেন, 'কেন তারা (জঙ্গি) স্থানীয় কাশ্মীরিদের কখনও টার্গেট না করে ক্রমাগত শুধু হিন্দুদের টার্গেট করে, তা কাশ্মীরি পণ্ডিত হোন বা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু পর্যটক? কারণ সন্ত্রাসবাদ, তা যে ছদ্মবেশেই থাকুক না কেন, একটা নীতি অনুসরণ করে। গোটা বিশ্বকে তার মূল্য চোকাতে হচ্ছে।' এ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, অধ্য়াপক সাত্য়কি আদিত্য় বলছেন, 'হিন্দুদেরকে বেছে বেছে তাদের ওপরআক্রমণ করা এবং এমন একটি বার্তা দেওয়া, কোথাও না কোথাও ভারত একটি হিন্দু রাষ্ট্র হয়ে উঠছে, তার বিরুদ্ধে এই হামলা, এটা খুবই স্পষ্ট। কোনও না কোনওভাবে আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেটার ওপরে কিন্তু একটা বিরাট বড় দাগ ফেলবে।' পাকিস্তানের হয়ে ৬১টি টেস্টে ২৬১টি উইকেট নিয়েছেন দানিশ কানেরিয়া। তবে দেশের হয়ে এত ভাল খেললেও, তাঁর অভিযোগ হিন্দু হওয়ার কারণে কখনই তাঁকে প্রাপ্ত সম্মান দেওয়া হয়নি পাকিস্তানে। উল্টে বারবার তাঁকে ধর্মান্তরণের জন্য চাপ দেওয়া হয়েছে। গ্রাফিক্স আউট। ২০২৩ সালেও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দানিশ কানেরিয়া বলেন, শাহিদ আফ্রিদি এবং বাকি ক্রিকেটাররা তাঁকে সমস্যায় ফেলতেন। তাঁর সঙ্গে খাবার খেতেন না। শাহিদ আফ্রিদি তাঁকে একাধিকবার ধর্মান্তরণের জন্য চাপও দিয়েছিলেন। তবে দানিশ কানেরিয়া এও জানিয়েছিলেন, ইনজামাম-উল-হক ক্যাপ্টেন হিসাবে তাঁকে সবসময় সাহায্য় করতেন এবং শোয়েব আখতারও তাঁর পাশে থেকেছিলেন!