ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) সাম্প্রতিক পারফরম্যান্স, বিশেষত টেস্ট ক্রিকেটে একেবারেই ভাল নয়। ঘরের মাঠে বিগত সাত বছরে তাঁরা জয়ের মুখ দেখেনি। উপরন্তু, সদ্যই প্রথমবার লাল বলের ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে হারতে হয়েছে তাদের। এবার প্রতিভা অন্বেষণের জন্য এক অভিনব পদ্ধতির সাহায্য নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


দিন দিন প্রযুক্তির উন্নতি ঘটছে। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স অর্থাৎ এআই প্রযুক্তির ব্যবহার বিভিন্নক্ষেত্রে নতুন দিগন্তের সৃষ্টি করেছে। এবার ক্রিকেটেও ব্যবহৃত হচ্ছে এআই প্রযুক্তি। অবিশ্বাস্য লাগলেও এআইয়ের মাধ্য়মেই ক্রিকেটার বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি সচিব মহসিন নখভি (Mohsin Naqvi) নিজেই এই কথা জানান। পাকিস্তানই আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে প্রথম বোর্ড হিসাবে এই প্রযুক্তি ব্যবহার করে ক্রিকেটার বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।  


সম্প্রতি পাকিস্তানের চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্সের বিষয়ে কথা বলতে গিয়ে মহসিন এক সাংবাদিক সম্মেলনে জানান, 'সমস্যা হল নির্বাচক কমিটির কাছে দল বাছাইয়ের জন্য তেমন পরিমাণে ক্রিকেটারই নেই। আমি সার্জারির কথা বলছি, কারণ যতদ্রুত সম্ভব এই সমস্যাগুলো মেটানোর প্রয়োজন। তবে সমস্যা সমাধান করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি না আমাদের কাছে তেমন পরিমাণ তথ্য রয়েছে, না খেলোয়াড়। গোটা সিস্টেমটাই গড়বড় হয়ে রয়েছে। চ্যাম্পিয়ন্স কাপ থেকে আশা করছি প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসবে এবং আমরা সমস্ত তথ্য রাখব। সার্জারির জন্য প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতিও লাগবে না।'


পিসিবি প্রধানের মতে হুট করে কাউকে বাদ দেওয়া তখনই সম্ভব যখন তার পরিবর্ত তৈরি থাকে। সেই লক্ষ্যেই ঘরোয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন্স কাপ শুরু করছে পাকিস্তান বোর্ড যেখানে ১৫০ জন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়ার ৮০ শতাংশই হয়েছে প্রযুক্তির ব্যবহারে। 


'এই যে ১৫০ জন খেলোয়াড়কে নির্বাচন করা হয়েছে, এই প্রক্রিয়ার ৮০ শতাংশই হয়েছে এআইয়ের মাধ্যমে, মানুষদের অংশগ্রহণ এতে মাত্র ২০ শতাংশ। কেউ এই নিয়ে কিছু বলতে পারবে না। আমরা নির্বাচকমণ্ডলীকে মাত্র ২০ শতাংশ দায়ভার দিয়েছি। ভুলভাল খেলোয়াড় দিয়ে কোনও খেলোয়াড়কে বদলি করা হলে সকলেই আওয়াজ তুলবে। তবে এবার থেকে গোটা বিষয়টা স্বচ্ছভাবে হবে এবং সবাই বুঝতে পারবে কার জায়গা পাওয়া উচিত, কার নয়। যে পারফর্ম করতে পারবে না, তাকে সঙ্গে সঙ্গে ছেঁটে ফেলা হবে এবং এই বিষয়ে কোনও ব্যক্তি বিশেষের ইচ্ছা প্রাধান্য পাবে না।' দাবি পাকিস্তান বোর্ডের প্রধানের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'ওরা যথেষ্ট বিশ্রাম পেয়েছে', রোহিত, বিরাটদের দলীপ ট্রফি না খেলা নিয়ে সমালোচনায় মুখর মঞ্জরেকর