করাচি: গত ৩১ জানুয়ারি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। আসন্ন আইসিসি ইভেন্টের জন্য দলের তারকা ক্রিকেটার সৈয়ম আয়ুবকে বাইরে রেখেই দল সাজিয়েছে পিসিবি। এমনকী দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার ফাখর জামান। এছাড়াও দলে জায়গা করে নিয়েছেন ফাহিম আসরাফ ও খুশদিন শাহ। কিন্তু অলরাউন্ডার ফাহিম আসরাফের দলে অন্তর্ভূক্তি একেবারেই ইতিবাচক ভাবে দেখছেন না ওয়াসিম আক্রম। কিংবদন্তি প্রাক্তন পাক পেসার ফাহিমের সাম্প্রতিক পারফরম্য়ান্সের দিকে আঙুল তুলেছেন। নির্বাচকদের দিকেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন।


পাকিস্তানের চ্য়াম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর আক্রম বলেন, ''পাকিস্তানের চ্য়াম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দল দেখলাম। কিছু নাম দেখে একটু অবাকই হলাম। দেখলাম ফাহিম আসরাফকে দলে নেওয়া হয়েছে। আমি ওকে শুভেচ্ছা জানাতে চাই। ও দুর্দান্ত প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু শেষ ২০টি ম্য়াচে ওর ব্যাটিং গড় মাত্র ৯। আর বোলিং গড় প্রায় ১০০। খুশদিলের সঙ্গে দলে ঢুকে পড়েছে ও। কিন্তু তার কোনও যৌক্তিকতা পাচ্ছি না।''


পাকিস্তান তাঁদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে একটা মাত্র স্পেশালিস্ট স্পিনারকে দলে নিয়েছে। আব্রার আহমেদকে নেওয়া হয়েছে দলে। যা দেখে খুব একটা খুশি হননি আক্রম। প্রাক্তন পাক অধিনায়ক বলেন, ''আমরা একটা মাত্র স্পেশালিস্ট স্পিনার নিয়েছি দলে। কিন্তু ভারতীর দলের স্কোয়াডে নজর রাখলেই দেখা যাবে যে ওরা ৪জন স্পিনার দলে রেখেছে। যাই হোক, আমি আশাবাদী যে পাকিস্তান ক্রিকেট দল তাদের ঘরের মাঠে সমর্থকদের প্রত্যাশার চাপ সামলে ভাল ফল করতে পারবে। আমি আশাবাদী তারা সেমিফাইনালে পৌঁছতে পারবে।''


পাকিস্তানের বিরুদ্ধে লড়াই নিয়ে কী বলছেন গম্ভীর?


ভারতীয় দলের হয়ে বহুদিন খেলেছেন গম্ভীর। পাকিস্তানের বিরুদ্ধে অতীতে বেশ স্মরণীয় কিছু লড়াইও রয়েছে তাঁর। তবে গম্ভীরের মতে এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের আবেগ জুড়ে থাকলেও এইটা তাঁদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্নপূরণের পথে একটি ধাপ মাত্র। ভারতীয় কোচ বলেন, '২৩ তারিখের ম্যাচটা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমন চিন্তাভাবনা নিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামব না। পাঁচটা ম্যাচের সবকয়টিই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য দুবাইয়ে গিয়ে একটি ম্যাচ নয়, বরং চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টটা জেতা। তবে হ্যাঁ, ওই একটা ম্যাচ যদি চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য প্রয়োজনীয় হয়, তাহলে আমরা যতটা সম্ভব নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'