পারথ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল পাকিস্তান। নতুন অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই জয়ের মুখ দেখলেন মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan)। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচে পারথে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল পাকিস্তান। মাত্র ১৪১ রান তাড়া করতে নেমে ২৬.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান মাত্র ২ উইকেট খুঁইয়েই তুলে নেয় পাক শিবির। এদিকে, ভারতের বিরুদ্ধে বর্ডার গাওস্কর ট্রফিতে খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার ব্য়াটিং ব্যর্থতা তাঁদের চাপ নিঃসন্দেহে বাড়াবে।


গত ২২ বছরের প্রথমবার ও ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বার পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে জয় ছিনিয়ে নিল পাক শিবির। এর আগে ওয়াকার ইউনিস যখন পাকিস্তানের অধিনায়ক ছিলেন, সেবার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ জিতেছিল পাকিস্তান ২০০২ সালে। এরপর রিজওয়ান সেই কৃতিত্বের মালিক হলেন। এই সিরিজের প্রথম ম্য়াচে মেলবোর্নে হারতে হয়েছিল পাক দলকে। কিন্তু এরপরের দুটো ম্য়াচে জয় ছিনিয়ে নিল পাক শিবির। ওয়াকার ও রিজওয়ান ছাড়া কুমার সাঙ্গাকারার নেতৃত্বে শ্রীলঙ্কা ২০১০ সালের নভেম্বরে, ২০১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল। 


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রিজওয়ান। ওপেনিংয়ে ম্য়াথু শর্ট ২২ রানের ইনিংস খেলেন। এছাড়া লোয়ার অর্ডারে সিন অ্যাবট ৩০ রানের ইনিংস খেলেন। ম্য়াক্সওয়েল খাতাই খুলতে পারননি। এছাড়া কোনও ব্যাটারই সেভাবে রান পাননি। ৩১.৫ ওভারে মাত্র ১৪১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি ও নাসিম শাহ ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন হ্যারিস রউফ। 


রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে আব্দুল্লাহ শাফিক ও সঈম আয়ুব মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৪২ রান করে সঈম। ৩৭ রান করেন শাফিক। বাবর আজম ২৮ রানে অপরাজিত থাকেন। রিজওয়ান ৩০ রান করে অপরাজিত থাকেন। 


গত মাসেই সাদা বলের ফর্ম্য়াটে পাকিস্তানের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন বাবর আজম। এই সিরিজের আগে ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ''এই নিয়ে কোনও সন্দেহ নেই যে অস্ট্রেলিয়ার মাটিতে আমরা অনেক কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে চলেছি। অতীতে সেদেশে আমাদের পারফরম্য়ান্সের দিকে তাকালে বোঝা যাবে কেমন সমস্য়ার মুখে পড়তে হয়েছিল আমাদের। কিন্তু আমি আশাবাদী এবার অন্য কিছু ফল হবে। দেশের মানুষের আবেগের যথাযথ সম্মান দিতে পারব আমরা।'' রিজওয়ান ও তাঁর দল কিন্তু কথা রেখেছেন।