পারথ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এমনিও চাপে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। এরমধ্যে খারাপ পারফরম্য়ান্সের জন্য বিরাট কোহলি (Virat Kohli) বাড়তি চাপে রয়েছেন। তাই আগেভাগেই অস্ট্রেলিয়া পাড়ি দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। পরনে সাদা টি-শার্ট আর ঢলা প্যান্ট। মাথায় লাল টুপি। পিঠে ব্যাগপ্যাক। শনিবার রাতেই মুম্বই এয়ারপোর্টে কোহলির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।






বিরাট নিউজিল্যান্ড সিরিজের পরই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। স্ত্রী অনুষ্কা শর্মা ও ২ সন্তানকে নিয়ে তাঁর ছবিও ভাইরাল হয়েছিল। শনিবার রাতে বিরাট তাঁর পরিবারের সঙ্গে বিমানবন্দরে পৌঁছতেই প্রচুর সমর্থক তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ঘিরে ধরেন। কিন্তু সেই সময় অনুষ্কা তাঁর ২ সন্তানকে নিয়ে বিমানবন্দরের ভেতরে ঢুকে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে কিছুটা বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় বিরাটকে। 


১০ নভেম্বর ও ১১ নভেম্বর ২ ভাগে ভারতীয় দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়া উড়ে যাবেন। কিন্তু তার আগেই কোহলি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিলেন। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মিলিয়ে একটি অর্ধশতরান ছাড়া ঝুলিতে বলার মত কিছুই নেই কোহলির। 


এদিকে, অস্ট্রেলিয়ান কিংবদন্তি প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে বিরাট কোহলিই বলেই এই ব্যর্থতার পরেও তিনি জাতীয় দলে জায়গা পাচ্ছেন, অন্য কেউ হলে বাদ পড়তেন। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় তারকাকে খোঁচা দিয়ে পন্টিং বলেন, 'আমি আগেরদিন বিরাটের একটা পরিসংখ্যান দেখলাম। সেই পরিসংখ্যান অনুযায়ী ও নাকি গত পাঁচ বছরে মাত্র দুইটি সেঞ্চুরি করেছে। এই পরিসংখ্যান নিয়ে আমার সন্দেহ আছে, তবে এটা যদি সত্যি হয়, তাহলে সেটা উদ্বেগের। পাঁচ বছরে মাত্র দুইটি টেস্ট সেঞ্চুরি করে আর অন্য কেউ হলে তো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগই পেত না।'


এই বছরে কোহলি ছয়টি টেস্ট ম্যাচে মাত্র ২২.৭২ গড়ে রান করেছেন। ২০১১ সালে তাঁর অভিষেকের পর এক বছরে তাঁর ব্যাটিং গড় এত নীচে কোনওদিনও নামেনি। এক দশক পর প্রথমবার আইসিসির টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম ২০-র বাইরে ছিটকে গিয়েছেন। নিঃসন্দেহেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন কোহলি