নয়াদিল্লি: পাকিস্তানের জাতীয় দলের হয়ে মাত্র দুইজন হিন্দু ক্রিকেটার এখনও পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন। এঁদের মধ্যে একজন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। পাকিস্তানি এই ক্রিকেটার ৬১টি টেস্ট এবং ১৮টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। প্রায় এক দশক দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। সেই পাকিস্তানি ক্রিকেটারই এবার ভারতীয় নাগরিকত্ব (Indian Citizenship) নিতে চলেছেন?
সোশ্যাল মিডিয়ায় কানেরিয়ার ভারতীয় নাগরিকত্ব নেওয়া নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। এইসব জল্পনা নিয়ে এবার নিজেই মুখ খুললেন প্রাক্তন পাক ক্রিকেটার। তিনি দাবি করেন একদিকে যেমন পাকিস্তানি মানুষজনের থেকে তিনি ভালবাসা পেয়েছেন, তেমনই খেলোয়াড় জীবনে বারংবার তাঁর ধর্ম বদল করার প্রচেষ্টাও করা হয়েছে। কানেরিয়া লেখেন, 'সাম্প্রতিক সময়ে আমি অনেককেই প্রশ্ন করতে দেখেছি যে কেন আমি পাকিস্তান নিয়ে কোনও কথা বলি না। কেন আমি ভারতের আভ্যন্তরীন বিষয়ে নাক গলাই, মন্তব্য করি। অনেকে তো এও দাবি করেছেন যে এই গোটটা আমি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য করি। আমার মনে হয় বিষয়টা স্পষ্ট করে দেওয়া উচিত। পাকিস্তানের সাধারণ জনগণের থেকে আমি প্রচুর ভালবাসা পেয়েছি। তবে এর পাশাপাশি পাকিস্তানি আধিকারিক এবং পিসিবির তরফে আমার সঙ্গে বৈষম্যও করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল ধর্মান্তকরণের প্রচেষ্টা।'
কানেরিয়ার মতে পাকিস্তান তাঁর 'জন্মভূমি' আর ভারত হল 'মাতৃভূমি'। কিন্তু তাঁর যে ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনওরকম মনবাসনা নেই, সেটাও স্পষ্ট করে দেন। 'ভারতীয় নাগরিকত্ব প্রসঙ্গে স্পষ্ট করে বলতে চাই। পাকিস্তান আমার জন্মভূমি। তবে ভারত হল আমার পূর্বপুরুষদের ভূমি, আমার মাতৃভূমি। ভারত আমার কাছে মন্দিরের মতো। কিন্তু বর্তমানে আমার ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনও ইচ্ছা নেই। ভবিষ্যতে আমার মতো কারুর যদি মনবাসনা হয়, তাহলে সিএএ তো রয়েইছে। তাই যারা দাবি করেন যে আমার মন্তব্যগুলি ভারতীয় নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে, তারা সম্পূর্ণ ভুল।' বলেন প্রাক্তন পাক লেগ স্পিনার।
দানিশ কানেরিয়া জানান ঈশ্বরের কৃপায় তিনি ও তাঁর পরিবার সুস্থ ও স্বাভাবিক রয়েছেন, তাই উদ্বিগ্ন হওয়ার আপাতত কোনও কারণ নেই।