করাচি: তিনি জাতীয় দলের সহ অধিনায়ক ছিলেন। কিন্তু তাঁর দিকেই এবার আঙুল উঠছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সময় কোচের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল শাহিন আফ্রিদির (Shaheen Afridi) বিরুদ্ধে। পাকিস্তানের প্রথম সারির এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দলের সাপোর্ট স্টাফদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন তারকা বাঁহাতি পেসার। কিন্তু এরপরও কেন শাহিনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়েই প্রশ্ন উঠেছে। 


সম্প্রতি পাকিস্তানের নির্বাচক কমিটি থেকে বাদ পড়েছেন প্রাক্তন পেসার ওয়াহাব রিয়াজ। আর একপ্রকার ছাঁটাই হওয়ার পরই নাকি এমনটা প্রকাশ্যে এনেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্য়ান্স একেবারেই ভাল ছিল না। ভারতের বিরুদ্ধে জয়ের সুযোগ থাকলেও ম্য়াচ হেরেছে তারা। আমেরিকার বিরুদ্ধেও ম্য়াচ খোয়াতে হয়েছে। তার ওপর দলের অন্দরে একাধিক সমস্যা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া পাক শিবির যে দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, সেই খবরও আনা হয়েছে। 


 






গ্যারি কার্স্টেন পাকিস্তান ক্রিকেট দলের কোচ ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। তিনি ও তাঁর সহকারী আজহার মাহমুদ শাহিনের যে রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন তাতে উল্লেখ আছে যে পাক পেসার একেবারেই কোচ ও সাপোর্ট স্টাফদের কথা শুনতেন না। মাত্র একটি সিরিজের পর তাঁর থেকে নেতৃত্ব কেড়ে ফের বাবর আজমকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। যা একেবারেই হয়ত ভালভাবে নেননি শাহিন আফ্রিদি। এমনকী সম্প্রতি তাঁর শ্বশুর প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''বাবর আজম অধিনায়ক হিসেবে অনেক সুযোগ পেয়েছেন। এখন পিসিবি অন্য কাউকে অধিনায়ক হিসেবে বেছে নিলে তাকে পুরো সুযোগ দেওয়া উচিত।'' নিজের জামাইয়ের নাম না উল্লেখ করলেও শাহিনকে যে অধিনায়ক হিসেবে দেখতে চান শাহিদ, এটাই স্বাভাবিক।