করাচি: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলিকে টেক্কা দেওয়ার সুযোগ বাবর আজমের সামনে। গত ১০ বছরের বারবার এই নিয়ে তর্ক-বিতর্ক হয়েছে যে ২ জনের মধ্যে কে সেরা? যদিও বিরাট অভিজ্ঞতায় বাবরের থেকে অনেকটাই এগিয়ে। তাছাড়াও পাক ব্যাটার নিজেও বিরাটকে আদর্শ করেই ক্রিকেট খেলছেন বলে জানিয়েছিলেন। কোহলি এই মুহূর্তে শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্য়াটেই খেলেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। এরই মধ্যে বিরাটকে টেক্কা দেওয়ার সুযোগ এসে গিয়েছে বাবরের সামনে।

Continues below advertisement

জিম্বাবোয়ের বিরুদ্ধে ৬৯ রানে টি-টোয়েন্টি ম্য়াচ জিতেছে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজে খেলছে এই মুহূর্তে দুটো দল। ম্য়াচে বাবর ৫২ বলে ৭৪ রানের ইনিংস খেলেন। আর তার সঙ্গে সঙ্গেই বিরাটের সঙ্গে সমসংখ্যক টি-টোয়েন্টি অর্ধশতরানের ইনিংস খেলে ফেললেন প্রাক্তন পাক অধিনায়ক। দুজনেই কুড়ির ফর্ম্য়াটে ৩৮টি রকরে অর্ধশতরানের মালিক এখন। তবে আর একটি অর্ধশতরান মানেই কিন্তু বিরাটকে টেক্কা দিয়ে কুড়ির ফর্ম্য়াটে অর্ধশতরানের নিরিখে শীর্ষে উঠে আসবেন বাবর। 

বিরাট নিজের ৩৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন ১২৫ ম্য়াচে ১১৭ ইনিংস খেলে। অন্যদিকে, বাবর ১৩৪ ম্য়াচে ১২৭ ইনিংস খেলে এই নজির গড়েছেন। 

Continues below advertisement

উল্লেখ্য, গত অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বিরাট কোহলিরোহিত শর্মা হিটম্য়ান সেঞ্চুরি করেছিলেন শেষ ম্য়াচেঅন্য়দিকে বিরাট অর্ধশতরান হাঁকিয়েছিলেনটিম ম্য়ানেজমেন্ট কি তবুও এই দুই অভিজ্ঞ ব্যাটারকে দু বছর পর বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন? প্রাক্তন প্রােটিয়া অলরাউন্ডার জন্টি রোডস মনে করেন বিরাট ও রোহিত দুজনেরই ২ বছর পর হতে চলা বিশ্বকাপে খেলা উচিৎ।

সংবাদ সংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে এক সাক্ষাৎকারে জন্টি রোডস জানিয়েছেন, ''সচিনের সঙ্গেও এমনটা হয়েছে, ধোনির সঙ্গেও এমনটা হয়েছে। এটা সবার ক্ষেত্রেই হওয়া উচিৎ। কে কখন অবসর নেবেন, তা তাঁদের বিষয়। কতদিন পর্যন্ত তাঁরা খেলবেন, তাঁদের বিষয়। এটা পুরোটাই রোহিত ও বিরাটের ওপর নির্ভর করে। ওরা এখনও রান করে যাচ্ছে। নির্বাচকরাও ওদের নির্বাচন করেছে। তাঁদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।''

গত অস্ট্রেলিয়া সিরিজ থেকেই ওয়ান ডে ফর্ম্য়াটেও দায়িত্ব সামলাচ্ছেন গিল। রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছিল ওয়ান ডে ফর্ম্যাটের নেতৃত্ব থেকে। গিলের নেতৃত্বেই ওয়ান ডে সিরিজে হারলেও রোহিত ও বিরাটের ব্যাটে শেষ দুটো ম্য়াচে ঝড় দেখা গিয়েছিল